CBI Recruitment Scam: জীবনের পুকুরে এবার জেসিবি, মোবাইল খুঁজতে মরিয়া সিবিআই – jiban krishna saha mobile search operation is still on now cbi is using jcb


শুক্রের বিকেলে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে সোজা পুকুরে ফেলেছিলেন জীবনকৃষ্ণ সাহা। রবিবারের সকালে পুকুর ছেঁচে একটি মোবাইল উদ্ধার হলেও আরেকটির খোঁজে মরিয়া সিবিআই পুকুরে নামল জেসিবি।শুক্রবার থেকে লাগাতার সিবিআই নজরে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সেদিন থেকেই তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় গোয়েন্দারা। তৃণমূল বিধায়কের ফোন ফেলে দেওয়ার এমন মরিয়া প্রচেষ্টা দেখে তদন্তকারীরা প্রায় নিশ্চিত ওই ফোন পাওয়া গেলে নিয়োগ দুর্নীতি চক্রের অনেক জট খুলবে। ফোন থেকে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য, চাকরিপ্রার্থী ও প্রভাবশালীদের নাম।

Jiban Krishna Saha: জীবনকৃষ্ণ সাহার মোবাইলের সন্ধানে এবার পাঁকে তৃণমূলের বুথ সভাপতি!

মোবাইলের খোঁজে এদিন সকালে বড়ঞার তৃণমূল বিধায়ককে নিয়ে মোবাইল ফেলার ঘটনার পুর্ননির্মাণ করেন। তাঁকে পাঁচিলের পাশে দাঁড় করিয়ে একটি ঢিল হাত দিয়ে সেটি ছুঁড়ে ফেলতে বলেন সিবিআি আধিকারিকরা। সেই মতো জীবনকৃষ্ণ সাহা ঢিল ছুড়ে ফেলেন পুকুরে। যেখানে গিয়ে ঢিলটা পড়েছিল, ঠিক সেখানেই পুকুরের জল ছেঁচে এদিন সকালে উদ্ধার হয় প্রথম মোবাইল।

Jiban Krishna Saha CBI: সিঁদুর কৌটোয় পেন ড্রাইভ, নিয়োগ দুর্নীতির খোঁজে পুকুর ছেঁচে উদ্ধার জীবন কৃষ্ণের আরও এক মোবাইল

এরপর পাঁক ঘেটে দিনভর দ্বিতীয় মোবাইলের খোঁজ চললেও এখনও আসেনি সাফল্য। সিবিআই সূত্রে খবর, এবার জলশূন্য পুকুরে জেসিবি নামিয়ে কাদা মাটি ছেঁচে তুলে সেখানে মোবাইল রয়েছে কিনা খতিয়ে দেখা হবে। সেরকম হলে পুকুরে জমে থাকা পলি, কাদমাটি ধুয়ে দেখা হবে সেখানে কোনও মোবাইল রয়েছে কিনা।

Recruitment Scam : তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বাড়ি-আশ্রমে CBI, বিভাসের খোঁজে গোয়েন্দারা

তবে মোবাইল থেকে তথ্য উদ্ধারের বিষয়টি নিয়ে উদ্বেগে সাইবার বিশেষজরা। তাদের মতে এতক্ষণ জলের নীচে বা পাঁকে থাকার পর ফোন থেকে ডেটা উদ্ধার প্রায় অসম্ভব কাজ। তবে হাইএন্ড মোবাইল কিছুটা ওয়াটার প্রুফ হয়। তাছাড়া ক্লাউডে ডেটা রাখা থাকলে সেখান থেকে অ্যাক্সসেস পাওয়া যায়।

Jiban Krishna Saha CBI: তৃণমূল বিধায়কের বাড়ির বাগান থেকে উদ্ধার ৬ ব্যাগ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি, তাজ্জব CBI

এদিন সকালে প্রথম মোবাইল উদ্ধারের পর আরও জোরকদমে শুরু হয় দ্বিতীয় মোবাইলের খোঁজ। সিবিআইয়ের সহায়তায় এগিয়ে আসেন
বড়ঞা ব্লকের সাবলদহ অঞ্চল তৃণমূলের সভাপতি সাধন প্রামাণিক। তাঁর নেতৃত্বে ১০ জন তৃণমূল নেতা কর্মী নামে পুকুরে। পাঁকে আঁতিপাতি করে খুঁজেও মেলেনি সন্ধান। এবার পালা জেসিবির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *