জানা গিয়েছে, রবিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ধূলিয়ান পুরসভার ২ নম্বর ওয়ার্ডের লক্ষীনগরে। এদিন গাজিনগর থেকে সহকর্মীদের সঙ্গে ঢালাই এর কাজের জন্য লক্ষীনগর আসেন ওই দুই যুবক। কিন্তু একটি বাড়িতে ঢালাই শুরু করার আগেই সাতজন বন্ধু মিলে পাশেই থাকা গঙ্গায় স্মান করতে নামে।
ঠিক তখনই ঘটে দুর্ঘটনা। অসাবধানতাবশত মুহূর্তেই তলিয়ে যায় দুই যুবক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। নিখোঁজ দুই যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ঘটনাস্থলে রয়েছে সামশেরগঞ্জ থানার পুলিশ। প্রায় দু’ঘণ্টা তল্লাশি চালালেও এখনও কাউকে উদ্ধার করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজের ফাঁকে বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্মান করতে গিয়ে তলিয়ে যায় দুই যুবক। উভয় যুবকের বাড়ি ধূলিয়ানের গাজিনগরে।তলিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় ডুবুরি টিমকে। ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা টিম। খবর পেয়ে গঙ্গার তীরে ভিড় জমান সাধারণ মানুষ।
যুবকের সহকর্মীরা জানিয়েছে, ঢালাইয়ের কাজ শুরু হতে দেরি দেখেই স্নান করতে যায় দুই যুবক। গরমের কারণে নদীতে নেমে পার থেকে কিছুটা তফাতে গিয়ে স্নানে মত্ত ছিল তাঁরা। এর মধ্যেই হঠাৎ করে তিনজনে জলের মধ্যে তলিয়ে যায়। সহকর্মীদের অনেকে জলে ঝাঁপ দিয়ে উদ্ধার করতে পারেনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়।
সহ কর্মীরা জানিয়েছেন, ঢালাইয়ের কাজের সময় তখনও পাথর আসেনি। সেই ফাঁকে স্নান করতে যায় তাঁরা। মোট সাতজন জলে নেমেছিল। চেন ধরে যে তিন জন সাঁতার জানত না, তাঁদের নিয়ে বাকিরা জলে নেমেছিল। জলের মাঝে চেন ছেড়ে যাওয়ায় তিনজন তলিয়ে যেতে থাকে।
একজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজন তলিয়ে যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুজনেই সাঁতার জানত না। কিন্তু প্রচণ্ড গরম সহ্য করতে না পেরেই বন্ধুদের সঙ্গে জলে নামে ওই দুই যুবক।