Recruitment Scam : নীলাদ্রির সংস্থাকে সরিয়ে দিয়ে নতুন টেন্ডার পিএসসির – recruitment scam case psc new tender by removing niladri organization


পার্থসারথি সেনগুপ্ত
‘ভুল’ শুধরে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি করল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। হালে এসএসসি’র নিয়োগ পরীক্ষায় ওএমআর শিট বিকৃতিতে গ্রেপ্তার হয়েছেন নীলাদ্রি দাস। তাঁর তথ্যপ্রযুক্তি সংস্থা এনডি ইনফোসিস্টেমস প্রাইভেট লিমিটেডের নাম জড়িয়েছে ওই বিকৃতির ঘটনায়।

এতে অস্বস্তিতে পড়তে হয়েছিল পিএসসি-কেও। কারণ, ওই সংস্থাই গত এক বছর ধরে পিএসসি’র মাধ্যমে বিভিন্ন সরকারি চাকরির নিয়োগের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রার্থীদের আবেদনপত্র গ্রহণ থেকে শুরু করে ওএমআর উত্তরপত্রের মূল্যায়ন, মেরিট লিস্ট বানানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছে। তবে সিবিআইয়ের হাতে নীলাদ্রি গ্রেপ্তার হতেই ২৪ মার্চ পিএসসি তাঁর সংস্থাটিকে তথ্যপ্রযুক্তি পরিষেবার কাজ থেকে সরিয়ে দিয়েছে।

Recruitment Scam : চার্জশিটে নাম সত্ত্বেও কেন গ্রেফতার নয়, প্রশ্নে সিবিআই
তা সত্ত্বেও নীলাদ্রির সংস্থা এসএসসি’র মতো পিএসসিতেও কোনও ‘কারচুপি’ করেছে কিনা, তা নিয়ে সম্প্রতি চাকরিপ্রার্থীদের একাংশ সমাজমাধ্যমে সরব হন। যদিও পিএসসি’র আধিকারিকদের দাবি, চিন্তার কোনও কারণ নেই। সাধারণ ভাবে নিয়োগ সংক্রান্ত ‘কারচুপি’র মারপ্যাঁচে অন্যতম জরুরি উপাদান প্রার্থীদের তথ্যভাণ্ডার। বিভিন্ন পরীক্ষায় প্রার্থীদের আবেদনের সঙ্গে পেশ করা তথ্য থেকেই চাকরি বিক্রিতে জড়িত বিভিন্ন সংস্থা বা ব্যক্তি যে প্রয়োজনীয় রসদ জোগাড় করে, সেই সূত্র ইতিমধ্যেই মিলেছে নিয়োগ কেলেঙ্কারি সংক্রান্ত বিভিন্ন তদন্তে।

Recruitment Scam : মহিলা আধিকারিকের উপরেই কি ভরসা ছিল সুবীরেশ-নীলাদ্রি জুটির?
পিএসসি’র এক আধিকারিকের বক্তব্য, এনডি ইনফোসিস্টেমসের মাধ্যমে আবেদন জমা পড়লেও প্রার্থীদের তথ্য রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তরের আওতায় ওয়েবলের সল্টলেকের দপ্তরে দু’টি আলাদা সার্ভারে ‘ক্লাউডে’ রাখা আছে। ওই দু’টি সার্ভার পিএসসি’রই। ওই ক্লাউডের তথ্যভাণ্ডারে ঢুকতে গেলে প্রথমে একটি ওটিপি আসে পিএসসি’র কাছে। সেই ওটিপি এনডি ইনফোসিস্টেমস পেলে তবেই তথ্যভাণ্ডার ‘অ্যাকসেস’ করতে পারত। ফলে এ ক্ষেত্রে কারচুপির সুযোগ নেই।

সরকারি সূত্রে খবর,পিএসসি’র পরীক্ষায় প্রায় তিন লাখ ওএমআর উত্তরপত্র মূল্যায়নের কাজ বকেয়া রয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় নয়া সংস্থা বাছাইয়ের কাজ সম্পন্ন হতে মে মাসের দ্বিতীয় সপ্তাহ হয়ে যেতে পারে। তার পরই ওএমআর মূল্যায়নের কাজ শুরু হতে পারে।

Recruitment Scam : নীলাদ্রির সংস্থাকে ত্যাগ করছে পিএসসি
এখন ২০২০-র ডব্লিউবিসিএস এবং অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের ইন্টারভিউয়ের কাজ চলছে। এক আধিকারিকের বক্তব্য, “এনডি ইনফোসিস্টেমস ঘিরে তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে আমরা টেন্ডারের যে নতুন নোটিস দিয়েছি, তাতে জানানো হয়েছে, কোনও সংস্থা বা কোনও সংস্থার মালিক ছাড়াও ডিরেক্টর বা উচ্চ কোনও আধিকারিক যদি অনৈতিক কাজের দায়ে কালো তালিকাভুক্ত হন, সেই সংস্থাকে বাছাই করা হবে না।”

তবে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের মুখপাত্র ইন্দ্রজিৎ ঘোষ বলেন, “তথ্যভাণ্ডার থেকে প্রার্থীদের যাবতীয় খতিয়ান নিয়ে যে বেমালুম চাকরি চুরি হয়েছে, তা শিশুরাও জানে। আর এনডি ইনফোসিস্টেমস পিএসসি’র তথ্যভাণ্ডারে ঢোকার পর কী করত, সবটাই কি কমিশনের কর্তাদের নজরে ছিল?”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *