TMC BJP : পটাশপুরে বাঁশ-লোহার রড দিয়ে BJP নেতাকে মারধর, অভিযোগের তির তৃণমূলের দিকে – tmc accused for a bjp leader beaten on road at patashpur


West Bengal News : পটাশপুরে আক্রান্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুগামী BJP নেতা তাপস মাজি সহ আরও এক BJP কর্মী। মারধর করে খুন করার চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পটাশপুর ১ ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েতের পায়রানগরি এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের।

শুক্রবারই সিউড়ির সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সামনেই দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনার কথা উল্লেখ করেছিলেন BJP-র শীর্ষ নেতৃত্ব। এর মাঝেই একের পর এক BJP নেতা আক্রান্ত হওয়ার খবর উঠে আসছে একাধিক জেলা থেকে। জানা গিয়েছে, শনিবার রাতে এক আত্মীয়ের বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে বাড়ি ফিরছিলেন তাঁরা।

TMC BJP Clash : বাড়ি ফেরার পথে BJP নেতাকে মারধর, অভিযোগের তির তৃণমূলের দিকে
BJP নেতার দাবি, হঠাৎ মাঝপথে তাঁদের রাস্তা আটকায় স্থানীয় কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারপর বেশ কয়েকজন দুষ্কৃতী মিলে বাঁশ, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের কাছে থাকা মোবাইল ও সোনার চেন ছিনতাই করে ধানের ক্ষেতে ফেলে দিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় সবাই।

BJP নেতার আরও অভিযোগ,পটাশপুর থানার পুলিশকে খবর দেওয়া হলেদীর্ঘক্ষণ ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ গিয়ে হাজির হয়নি স্থানীয় BJP নেতৃত্বরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে নিয়ে আসে। আহতদের প্রথমে গোনাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে রাতেই কলকাতা রেফার করা হয়।

তাপস মাজির অভিযোগ, পটাশপুর ১ ব্লক তৃণমূলের সভাপতি পীযুষ কান্তি পন্ডা ও বড়হাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সভাপতি বিনয় পট্টনায়ক -এর অনুগামীরা মারধরের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। বিরোধী দলনেতা নিজের জেলায় BJP নেতার আক্রান্ত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন BJP নেতৃত্বরা।

Balurghat BJP : দণ্ডি কেটে তৃণমূলে যোগদানের ঘটনায় বিক্ষোভ BJP-র, সোমবার যাচ্ছেন সুকান্ত-দিলীপ
অভিযোগ ঘটনার কথা পুলিশকে জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে যায়নি। যদিও পটাশপুর থানা থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে।

যদিও তৃণমূলের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করছে স্থানীয় নেতৃত্ব। তৃণমূলের কোনও ব্যক্তি এই ঘটনায় সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে BJP-র তরফে।

Uttar 24 Pargana : তোলাবাজির অভিযোগে অটো চালককে বেধড়ক মার, গ্রেফতার ২ তৃণমূল কর্মী
রাজনৈতিক উত্তাপ বাড়ানোর জন্যেই BJP-র তরফে ষড়যন্ত্র করে এইসব ঘটনা ঘটানো হচ্ছে বলে দাবি তৃণমূলের।পঞ্চায়েত নির্বাচনের আগে এই ধরনের মারধরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *