Tufanganj Municipality : পুরসভার জৈব সারের কারখানায় ছড়াচ্ছে দুর্গন্ধ, তুফানগঞ্জে পথ অবরোধ অতিষ্ট এলাকাবাসীর – tufanganj people agitation for pollution spreading from a govt bio fertilizer factory


West Bengal News : কঠিন বর্জ্য পদার্থ থেকে জৈব সার তৈরি করে বাজারজাত করার ব্যবস্থা করেছে তুফানগঞ্জ পুরসভা। তবে সার প্রস্তুতির জন্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে জমা হচ্ছে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ। যার দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে নিকটবর্তী এলাকায়। অতিষ্ট এলাকাবাসী। পুরসভায় অভিযোগ জানিয়েও লাভ হয়নি বাসিন্দাদের। অবশেষে রবিবার জাতীয় সড়ক অবরোধ প্রতিবাদ স্থানীয়দের।

তুফানগঞ্জ পৌরসভার জৈব সার প্রক্রিয়াকরণ কেন্দ্রের দূষণের জেরে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। পুরসভা ও প্রশাসনকে বহুবার জানিয়েও কোনও লাভ হয়নি। বাধ্য হয়ে এদিন রবিবার ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।

Hooghly News : পুলিশের নাকা চেকিং চলাকালীন মৃত্যু বাইক আরোহীর, প্রতিবাদে অবরোধ হরিপালে
তুফানগঞ্জ পুরসভার ৬ নং ওয়ার্ড কামাত ফুলবাড়ী সংলগ্ন এলাকার এই অবরোধের কারণে কোচবিহার- তুফানগঞ্জ ও কোচবিহার – অসম রুটে যান চলাচল ব্যহত হয়। অবরোধের কারণে আটক যায় বহু গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। পরবর্তীতে পুলিশ প্রশাসনের আশ্বাসের অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে এর আগেও পুরসভা এবং স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান হয়নি। এদিন বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হন তারা। জানা গিয়েছে, শহরের বিভিন্ন নোংরা আবর্জনা দিয়ে জৈব সার তৈরির কারখানা চলছে ওই এলাকায়। সেই আবর্জনা থেকেই এলাকায় দুর্গন্ধ, দূষণ ছড়াচ্ছে।

Uttar 24 Parganas : বারাসত হাসপাতাল চত্বরে আচমকাই আগুন, আতঙ্কিত রোগীর পরিজনরা
প্রথমদিকে বাসিন্দারা বাধা না দিলেও পরবর্তীতে বাসিন্দাদের নানারকম সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি। দুর্গন্ধে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বাধ্য হয়ে এদিন পথ অবরোধ করে বাসিন্দারা।

পাশাপাশি তাঁরা হুশিয়ারি দিয়েছেন আগামীকাল থেকে ওই এলাকায় কোনও নোংরা আবর্জনা ফেলতে দেবেন না।যদিও বিষয়টি নিয়ে তুফানগঞ্জ পুরসভার তরফে কোনও মন্তব্য করা হয়নি। গত বছর অগাস্ট মাস থেকেই এই জৈব সার তৈরির কাজ শুরু হয়ে যায়। বর্জ্য থেকে যন্ত্রের সাহায্যে তৈরি হচ্ছে জৈব সার।

বাড়ি বা বাজার এলাকা থেকে প্রতিদিন জমা হচ্ছে আনাজ, ফলমূল-সহ জৈব বর্জ্য। পরে তা নিয়ে যাওয়া হচ্ছে ‘অর্গানিক ওয়েস্ট কনভার্টার মেশিনে’। সেখানেই তৈরি হচ্ছে সার। তবে প্রচুর পরিমাণে কঠিন বর্জ্য পদার্থ কারখানায় জড়ো হওয়ার কারণে বিপদে পড়েছেন এলাকার মানুষ।

Cooch Behar News : তৃণমূলের ভয়ে BJP-র কেন্দ্রীয় মন্ত্রীকে এলাকায় ঢুকতে বাধা, অবাক কাণ্ড তুফানগঞ্জে
স্থানীয় বাসিন্দাদের আর্জি, বিষয়টি নিয়ে একটি স্থায়ী সমাধান সূত্র বের করা হোক। বিষয়টি নিয়ে আগে বিবেচনা করা জনবহুল এলাকার কাছেই এই ধরনের কারখানা তৈরি করা দরকার ছিল বলে জানাচ্ছেন স্থানীয়রা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *