সুতপা সেন: তীব্র দাবদাহের মধ্যে রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণও! ‘সবাই যেন জনবহুল এলাকায় মাস্ক পরে’, রাজ্য় মন্ত্রিসভার বৈঠক বললেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর তেমনই।
রাজ্যে এপ্রিলের প্রথম সপ্তাহে সংক্রামিতের সংখ্যা ১০০-র গণ্ডি পেরিয়েছিল। দ্বিতীয় সপ্তহে কলকাতায় এক করোনা আক্রান্তের মৃত্যুও হয়। ২০২৩ সালে রাজ্যে প্রথম কোভিডে মৃত্যু হয়েছিল গত ২৫ মার্চ। তার দু’সপ্তাহ কাটতে না কাটতেই ১৩ এপ্রিল কলকাতায় করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যুর খবর মেলে। স্রেফ এ রাজ্যেই নয়, করোনা বাড়ছে দেশের অন্য জায়গায়।
এদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। সূত্রের খবর বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘গোটা দেশে কোভিড ধীরে ধীরে বাড়ছে। এখন থেকেই মাস্ক পড়লে কোভিড এড়ানো যাবে। সবাই যেন জনবহুল এলাকায় মাস্ক পড়ে সেই অনুরোধ করতে হবে মানুষকে’।
আরও পড়ুন: Mid Day Meal Scam: ‘মিড-ডে মিলে ১০০ কোটির নয়ছয় নয়, বরং প্রায় ১৯ কোটি টাকা বাঁচিয়েছে রাজ্য’!
এদিকে গরমও কমার কোনও লক্ষণ নেই। তাপপ্রবাহের কবলে বাংলা। এমনকী, বৃহস্পতিবার পর বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা থাকলেও তে গ্রীষ্মের দাবদাহ থেকে দীর্ঘস্থায়ী স্বস্তিতে মিলবে না। অন্তত তেমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। গরমের হাত থেকে বাঁচতে কী করা উচিত? সরকারের তরফে মুখ্যসচিবকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।