Aparupa Poddar Suvendu Adhikari: অপরূপা পোদ্দারের পাঠানো চাকরির সুপারিশ পত্র টুইট শুভেন্দুর, পালটা বিস্ফোরক দাবি সাংসদের – aparupa poddar tmc mp give a reply to suvendu adhikari tweet over recruitment scam


নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও এক তৃণমূল বিধায়ক। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির পরই বিস্ফোরক টুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। টুইটে অপরূপা পোদ্দার, অখিল গিরি, মুকুল পুত্র শুভ্রাংশু রায়,আবু তাহের খান, নিশীথ কুমার সহ একাধিক নেতা, সাংসদ, মন্ত্রীর প্যাডে চাকরির জন্য করা সুপারিশ পত্র বলে দাবি করে কিছু ছবি প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। যার পর রাজ্য রাজনীতিতে প্রবল চাঞ্চল্য।রাজ্যের বিরোধী দলনেতাশুভেন্দু অধিকারীএই প্যাডের ছবি পোস্ট করে লিখছেন ‘তোলামূল সার্ভিস কমিশনের বেআইনি নিয়োগের সুপারিশ পত্র। এই টুইটে প্রকাশিত ছবি অনুযায়ী, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার নিজস্ব প্যাডে চাকরির জন্য ৭ জনের নাম তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠিয়েছিলেন। বিজেপি বিধায়কের টুইটে পোস্ট হওয়া ছবিতে দেখা যাচ্ছে, আরামবাগের সাংসদের প্যাডে দেখা যাচ্ছে ১৮ সেপ্টেম্বর ২০১৭ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ৭ জনের নামের সুপারিশ করা হয়েছিল।

Aparupa Poddar : ‘কান ধরে উঠবস করিয়ে দলে নেবেন…’, শুভেন্দুকে নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল সাংসদের

কারা সেই সাত জন?

৭ জনের মধ্যে আছে সদ্য প্রকাশিত আরামবাগ সাংগঠনিক তৃণমূল যুব সংগঠনের সহ সভাপতি বিভাস মালিকের নাম। যদিও বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ঘুরে এসেছিলেন বিভাস। তালিকায় নাম আছে তারই স্ত্রী সন্তোষী মালিকের নাম। আছে অন্যান্য মণ্ডলের নাম। এরা প্রত্যেকেই হাইস্কুলে চাকরিও পেয়েছিলেন বলে খবর। গ্রুপ সি পোস্টের জন্য সাংসদ ৪ জনের নামের সুপারিশ করেছিলেন। সেই চারজন হল আবু নাসের আগমেদ খান, পৌলমী সাহা, মৌসুমী আদক, সুজয় কুমার রায়। এরাও গ্রুপ সি পদে চাকরি পেয়েছিলেন বলে খবর। সাংসদের প্যাডের তলায় সাংসদের সাক্ষরও আছে। ইতিমধ্যেই আরামবাগ সাংসদের নিজস্ব প্যাডের সুপারিশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Aparupa Poddar : ‘…ফিরতে হলে প্রায়শ্চিত্ত করতেই হবে’, দণ্ডিকাণ্ডে তৃণমূল সাংসদের মন্তব্যে বিতর্ক

এই প্রসঙ্গে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার পালটা বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর দাবি, অধিকারী পরিবারের তরফে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল। প্রস্তাবে না বলাতেই শুভেন্দুর নিশানায় তিনি।

অপরূপা বলেন, ”গত ২৯ মার্চ আমি দিব্যেন্দু অধিকারী একসঙ্গে দিল্লি থেকে কলকাতা ফিরলাম। কলকাতা ভি আই পি লাউঞ্জে দিব্যেন্দু অধিকারীর সঙ্গে আমার দেখা হল। দিব্যেন্দু অধিকারী আমায় বলল বিজেপিতে চলে আসো অনেক গুরুত্ব পাবে। না হলে তুমিও কিছু তৃণমূল বিধায়ক ও সাংসদের মতো ফাঁসবে। আজকে এই টুইটটা দেখে আমার ২৯ মার্চ ২০২৩ এর কথা মনে পড়ে গেল। তুমি ও তোমার ভাই দিব্যেন্দু কবে সিবিআই এর কাছে এই ক্যাম্পেনিং করা চিঠি নিয়ে আসবে ডেটটা জানিয়ে দিও।আমরা তিনজনই এক সঙ্গে সিবিআই এর কাছে যাব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *