Bankura Weather : ৪৩ ডিগ্রিতে বাঁকুড়ার রাস্তায় তেল ছাড়াই ভাজা যাচ্ছে ডিম! ভাইরাল ভিডিয়ো – egg frying in open road due to hot weather in bankura


West Bengal News : নতুন বছরের শুরুতেই রুখা শুখা লাল মাটির বাঁকুড়ার তাপমাত্রার পারদ ক্রমবর্দ্ধমান। সকাল ন’টার পর থেকেই রাস্তাঘাট প্রায় শুনশান হয়ে যাচ্ছে। খুব জরুরী প্রয়োজন ছাড়া সূর্যাস্তের আগে সেভাবে কেউই বাড়ির বাইরে বেরোচ্ছেন না। আর ঠিক সেই মুহূর্তেই নেটিজেনদের হাত ধরেই মাত্র ১ মিনিট ৫০ সেকেণ্ডের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ‘ভাইরাল’।

ভাইরাল’ ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে তপ্ত রোদে রাস্তার উপর ফ্রাইং প্যান রেখে ডিম ভাজছেন কেউ। পরে ভাজা সেই ডিম ছোটো থেকে বড় সকলের মধ্যে পরিবেশনও করা হচ্ছে।

Bankura Weather: চৈত্রের রোদে বেরোলেই ফোসকা, নববর্ষে বিষ্ণুপুর যাওয়ার আগে জেনে নিন আবহাওয়ার পরিস্থিতি
‘ভাইরাল’ ওই ভিডিয়োটিতে দাবি করা হয়েছে, কোনোরকম আগুনের ব্যবহার ছাড়াই বাঁকুড়ার তপ্ত রোদে ওই ডিম ভাজা হয়েছে। যদিও ‘ভাইরাল’ ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। এপ্রিলের শুরুতে সামান্য বৃষ্টি দিয়ে আবহাওয়া কিছুটা মনোরম মনে হলেও দ্বিতীয় সপ্তাহ থেকে চড়তে শুরু করেছে পারদ। বৃষ্টির ছিটেফোঁটাও নেই, তার সঙ্গে হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে তাপমাত্রা।

জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বাঁকুড়া জেলার তাপমাত্রা এবার ৪০ ডিগ্রি পার করে পৌঁছে গিয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে, একথাই জানাচ্ছে হাওয়া অফিসের রিপোর্ট। আর তাতেই নাকি রাস্তার ওপরে ভাজা হচ্ছে ডিম! আর সেই ভাজা ডিম খেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যাচ্ছে কচিকাঁচাদের।

Purulia Temperature : 88 ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রার পারদ! তাপপ্রবাহের সতর্কতা জারি এই জেলায়
বাদ যাচ্ছেন না প্রাপ্তবয়স্করাও। এই ভিডিয়ো দেখে এক নেটিজেনের বক্তব্য, “বাইরে যা রোদের তেজ, তাতে কোনও কিছু হওয়াই অসম্ভব নয়। আমাদের বাঁকুড়া জেলা অসহনীয় রোদ আর গরম সহ্য করছে। একথা যারা বাঁকুড়াতে আসছেন বা থাকছেন, তাঁরাই একমাত্র বুঝতে পারবেন। এখন তো সবে ডিম ভাজা হচ্ছে, বলা যায় না আর কিছুদিন পরে তাপমাত্রা আরও বাড়লে হয়ত আরও অনেক কিছু রান্না করা যেতে পারে রাস্তার ওপরে।”

এর আগে এমন মারাত্মক গরমের এপ্রিল মাস শেষ কবে দেখা গিয়েছে, তা মনে করতে পারছেন না কেউই।মাত্রাছাড়া গরমে তুঙ্গে উঠেছে অস্বস্তি। গতকালই রাজ্যের দুটি জেলার পারদ ৪২ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।

Hottest April : চৈত্রের বঙ্গে পারদ ৪০ ছুঁইছুঁই, উষ্ণতম এপ্রিলে গলদঘর্ম রাজ্যবাসী
আগামি কয়েকদিনে তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, অস্বস্তিকর এই পরিস্থিতি আগামি চার থেকে পাঁচদিন আরও চলবে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামি বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *