Cold Storage Accident : হিমঘরের ছাদ ভেঙে বিষাক্ত গ্যাস ছড়ানোর জের, কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের – village register an official complaint at maynaguri police station against cold storage authority


West Bengal News : জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জল্পেশে হিমঘরের ছাদ ভেঙে পড়ার ঘটনার তিনদিন পরে থানায় দায়ের করা হল অভিযোগ। ময়নাগুড়ি থানায় হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, গত ৯ এপ্রিল ময়নাগুড়ি জল্পেশ মেলার মাঠ সংলগ্ন এলাকার একটি হিমঘরের এক অংশের ছাদ বসে যায়। কয়েকদিন ধরেই এলাকাবাসীরা দাবি করছিলেন, যেকোনও মুহুর্তে হিমঘরের বাকি অংশ ভেঙে পড়তে পারে।

বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে সমস্যা হতে পারে। কিন্তু প্রশাসন ও হিমঘর কর্তৃপক্ষ কিছুই করেনি বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। ময়নাগুড়ির জল্পেশে ছাদ ভেঙে হিমঘরটির দেওয়ালের এক অংশ ভেঙে পরে। এর ফলে হিমঘরের অ্যামোনিয়া গ্যাসের পাইপ ক্ষতিগ্রস্ত হয়।

Jalpaiguri Gas Leak : হিমঘরের ছাদ ভেঙে বিষাক্ত গ্যাস লিক, আতঙ্কে ময়নাগুড়ির বাসিন্দারা
ফলে আশেপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে অসুস্থ হয়ে পড়েন ৯ জন। হিমঘর কর্তৃপক্ষের গাফিলতিতে ও সংরক্ষনের অভাবেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি গ্রামবাসীদের। তাই ময়নাগুড়ি থানায় হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তাঁরা।

হিমঘরে ছাদ ভেঙে গ্যাস প্ল্যান্ট থেকে অ্যামোনিয়া গ্যাস নির্গত হচ্ছে। ফলে এলাকার মানুষ গ্রামছাড়া হয়ে রয়েছেন। গত ১৩ তারিখ অ্যামোনিয়া গ্যাসের প্ল্যান্ট বন্ধ করার জন্য NDRF-কে ডাকা হয়। রাতেই NDRF-এর ৩০ জনের টিম অ্যামোনিয়া গ্যাসের মূল প্ল্যান্ট বন্ধ করে।

Cold Storage Accident : ময়নাগুড়িতে হিমঘরের ছাদ ভেঙে বিপত্তি, বিষাক্ত গ্যাসে অসুস্থ একাধিক
কিন্তু পাইপ লাইনের গ্যাস এখনও রয়ে গিয়েছে। তার থেকে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে ময়নাগুড়ির BDO শুভ্র নন্দী জানান, “গ্রামবাসীদের সরিয়ে দেওয়া হয়েছে। অস্থায়ী শিবির খুলে গ্রামের মানুষদের রাখা হয়েছে। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রনে রয়েছে। যদিও এলাকায় চা বাগান সহ প্রচুর গাছের ক্ষতি হয়েছে অ্যামোনিয়া গ্যাসের ফলে।”

এক গ্রামবাসী অভিযোগ করে বলেন, “আগে থেকে সুরক্ষা ব্যবস্থা কড়া ভাবে নেওয়া হলে আজ আমাদের এই দিন দেখতে হত না। এর জন্য দায়ী প্রশাসন ও হিমঘর কর্তৃপক্ষ। তাঁদের জন্যই আজ আমাদের বাড়ি ছাড়া হয়ে এই অস্থায়ী শিবিরে থাকতে হচ্ছে। এই দুর্দশার যে কবে শেষ হবে কেউ বলতে পারছেন না।”

CNG Price: গ্যাসের দাম কমাল সরকারি সংস্থা! GAIL-এর ঠিক করা নতুন রেট জেনে নিন
উল্লেখ্য,হিমঘরের গ্যাসে অসুস্থ হয়ে পড়েন বেশকিছু এলাকার বাসিন্দা৷ তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। ইতিমধ্যে বিপজ্জনক ঘোষণা করা করা হয়েছে হিমঘরটিকে।

পাশাপাশি হিমঘরের প্রধান উপকরণ অ্যামোনিয়া গ্যাসের চেম্বার বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরেও কিছু গ্যাস লিক হওয়ায় স্থানীয় বাসিন্দারা অসুস্থ হয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *