Diarrhea : গরমের মাঝেই পাণ্ডুয়ায় ডায়ারিয়ার প্রকোপে মৃত ১, গ্রাম পরিদর্শনে মেডিক্যাল টিম – diarrhea outbreak in pandua 1 died and several effected


Hooghly News : একে গরমে রক্ষে নেই। এবার ডায়ারিয়ার প্রকোপ হুগলি জেলার পাণ্ডুয়ায়। ডায়ারিয়া কারণে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। আক্রান্ত বেশ কয়েকজন। মৃত ব্যক্তির নাম বাউল দাস(৭৫)। ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের একটি টিম এলাকা পরিদর্শন করেছে। তবে ঠিক কী কারণে ডায়ারিয়ার প্রকোপ সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি স্বাস্থ্য দফতর। নমুনা সংগ্রহের কথা ভাবা হচ্ছে।

Diarrhoea Symptoms : গরমে রক্ষে নেই, ডায়মন্ড হারবার জুড়ে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ
পাণ্ডুয়ার জায়ের দ্বারবাসিনী গ্রাম পঞ্চায়েতের কামতাই গ্রামে ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সরস্বতী বাউল দাসের। ওই গ্রামেরই আরও কয়েকটি পরিবার ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালের BMOH সহ স্বাস্থ্য দপ্তরের একটি মেডিকেল টিম ওই গ্রাম পরিদর্শনে করেন।

Elephant Attack : শুঁড়ে পেঁচিয়ে আছাড়! ঝাড়গ্রামে নিহত ১ হুলা পার্টির সদস্যর
খবর পেয়ে গ্রামে যান পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, কর্মাধ্যক্ষ অসিত চট্টোপাধ্যায় ও সঞ্জীব ঘোষ। পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালের BMOH মঞ্জুর আলম জানান, কী থেকে ডায়ারিয়া ছড়ালো তা এখনও স্পষ্ট নয়। স্বাস্থ্য দফতরের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আক্রান্তের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে মঙ্গলবার নমুনা সংগ্রহ করা হবে।

Dakshin 24 Pargana : ব্যবসায়িক মন্দার জেরে সংসারে অভাব! ছেলেকে সঙ্গে নিয়ে মা-বাবার বিষপান
পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অসীত চট্টোপাধ্যায় বলেন, কামতাই গ্রামে ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ তার পরিবারের সঙ্গে দেখা করি। সেই সঙ্গে অন্যান্য আক্রান্ত পরিবার গুলির সঙ্গেও দেখা করি। পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতর থেকে সব রকমের সহযোগিতা করা হবে।

Malda News : তীব্র দাবদাহে মাঠে কাজ করতে গিয়ে অসুস্থ! মালদায় মৃত্যু ১ সিভিক ভলান্টিয়ারের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একই পরিবারের একাধিক সদস্যরা ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে হঠাৎ কী কারণে গ্রামের মানুষজন ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছেন তার নির্দিষ্ট কোনও কারণ ধরতে পারছেন না স্থানীয় বাসিন্দারাও। কোনওভাবে জল বা কোনও খাবারে বিষক্রিয়ার ফলে ডায়রিয়া ছড়াতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

Nadia News : বিদ্যুতের তার জড়ানো অবস্থায় উদ্ধার নিথর দেহ, যুবকের রহস্যমৃত্যু শান্তিপুরে
উল্লেখ্য, কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের ডায়ারিয়ার প্রকোপ লক্ষ্য করা যায়। ডায়মন্ড হারবার থানার চাঁদনগর মল্লিকপাড়া এলাকার ডায়ারিয়া ছড়িয়ে পড়ে। ডায়মন্ড হারবার ২ নং ব্লকের চাঁদনগর মল্লিকপাড়া এলাকায় হঠাৎ ডায়েরিয়াতে আক্রান্ত হতে শুরু করে এলাকার বাসিন্দারা। পরে তাঁদেরকে চিকিৎসার জন্য সরিষা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রাম জুড়ে অসুস্থ হয় শিশু, মহিলা সহ একাধিক বাসিন্দা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *