Ganga River : বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি – youth drowned in ganga while taking bath in nadia


Nadia News : গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। ঘটনা নদিয়া শান্তিপুরের বড় বাজার ঘাটে। নিখোঁজ যুবকের নাম সাধন দে, বয়স আনুমানিক ৩৩ বছর। তিন বন্ধু মিলে স্নান করতে নেমে তলিয়ে গেলেও দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়। সাধন দের খোঁজে ডুবুরি নামানো হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Murshidabad News : গরম থেকে বাঁচতে গঙ্গায় স্নান করতে নেমে বিপত্তি, সামসেরগঞ্জে তলিয়ে গেল ২ যুবক
স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে তিন বন্ধু এক সঙ্গে গঙ্গায় নেমে সাঁতার কাটতে নামে। হঠাৎই তলিয়ে যায় এক বন্ধু। মাঝিদের চেষ্টায় উদ্ধার হয় অন্য দুই বন্ধু। তলিয়ে যাওয়া যুবকের দেহের খোঁজে চলছে তল্লাশি শুরু হয়। ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর বড়বাজার ঘাট ভাগীরথী নদীতে।

Cooch Behar Drowning : বন্ধুদের সঙ্গে নদী স্নানেই বিপত্তি! তলিয়ে গেল বিশ্ববিদ্যালয়ের ১ ছাত্র
জানা গিয়েছে, ওই এলাকারই আরও দুই বন্ধুকে সঙ্গে নিয়ে সাধন দে শান্তিপুর বড়বাজার গঙ্গার ঘাট পেরিয়ে ওপারে মাছ ধরতে যায়। এরপর তিন বন্ধু এক সঙ্গে গঙ্গার জলে সাঁতার কেটে বড়বাজার গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। তখনই মাঝের চরের কাছে আসতেই হঠাৎই তলিয়ে যায় সাধন দে নামে ওই যুবক।

Nadia News : বিদ্যুতের তার জড়ানো অবস্থায় উদ্ধার নিথর দেহ, যুবকের রহস্যমৃত্যু শান্তিপুরে
যুবকের জলে তলিয়ে যাওয়ার বিষয়টি নজরে আসে মাঝিদের। তৎক্ষণাৎ মাঝিরা জলে নেমে পড়েন ওই যুবকদের উদ্ধারে। দুই বন্ধুকে উদ্ধার করতে সক্ষম হলেও সাধন দে কে উদ্ধার করা সম্ভব হয়নি। চোখের সামনেই সাধন জলের স্রোতে তলিয়ে যায়। এরপর খবর দেওয়া হয় ওই যুবকের পরিবারকে। ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।

Ganga Erosion : বৈদ্যবাটিতে গঙ্গার ভাঙনে তলিয়ে যেতে বসেছে বেশ কয়েকটি বাড়ি, আতঙ্কে প্রহর গুনছেন বাসিন্দারা
যুবকের তলিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীরবর্তী এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ ও হুগলি জেলার পুলিশ। জলে তলিয়ে যাওয়ার ঘটনা যেখানে ঘটে তার কিছু অংশ পড়ছে হুগলি জেলার মধ্যে। তবে প্রশাসনের তৎপরতায় খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরকে। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা এসে তল্লাশি শুরু করছে বলে প্রশাসন সূত্রে খবর। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী যুবকের কোনও সন্ধান মেলেনি।

Nadia Love Affair : সম্পর্কে বাধা পরিবার, চাষজমিতে বসে ভাগ করে বিষ খেল প্রেমিক-প্রেমিকা!
প্রসঙ্গত, গত সপ্তাহে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার মালিপোতা ঘাটে দুই যুবক তলিয়ে যায়। নিখোঁজ ওই দুই যুবকের নাম সুদীপ কর্মকার এবং সুদীপ রায়। মদ্যপ অবস্থায় দুজনে স্নান করতে নেমেছিলেন বলে জানা যায়। স্নান করতে নেমে তাঁরা নদীতে বেশ কিছুটা এগিয়ে চলে যান। এরপরেই দুজন জলে তলিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *