Howrah Bardhaman Local Train : ব্যান্ডেল-শক্তিগড়ে মেরামতি, ট্রেন বাতিলে মাসভর দুর্ভোগ – howrah bardhaman some local trains cancelled from april 17 to may 19 for maintenance work


এই সময়:রক্ষণাবেক্ষণের কাজ চলবে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল থেকে শক্তিগড় পর্যন্ত অংশে। এই কারণে আজ, সোমবার থেকে শুরু করে একমাসেরও বেশি সময় ধরে ডিভিশনের এই অংশে দফায় দফায় পাওয়ার এবং ট্র্যাফিক ব্লক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। এর ফলে ১৭ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত সময়সীমায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে। ব্লকের প্রভাব পড়তে চলেছে দূরপাল্লার ট্রেন পরিষেবার উপরেও।

Indian Railway: ট্রেনে চুরি-ছিনতাই হলে দায় রেলের! ঐতিহাসিক নির্দেশ ক্রেতা সুরক্ষা আদালতের
সব মিলিয়ে প্রবল গরমে একমাসের বেশি সময় ধরে ফের দুর্ভোগে পড়তে চলেছেন ব্যান্ডেল-শক্তিগড় শাখার একটা বড় অংশের যাত্রীরা। পূর্ব রেল জানিয়েছে, বর্ধমান থেকে হাওড়া অভিমুখে আসার ০৩০৫২ নম্বর ট্রেনটি আজ সোমবার ১৭ এপ্রিল বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি, বর্ধমান থেকে ছাড়ার ০৩০৫২ ট্রেনটি এবং হাওড়া থেকে ছাড়ার ৩৭৮৫৭ ট্রেনটি ২৯ এপ্রিল, ৪ মে, ৬ মে, ৮ মে, ১১ মে, ১৩ মে, ১৪ মে, ১৬ মে, এবং ১৮ মে বাতিল থাকবে।

এছাড়া হাওড়া থেকে ছাড়ার ০৩০৫১ নম্বর ট্রেনটি বাতিল থাকছে ১৮ এপ্রিল, ৩০ এপ্রিল, ৫ মে, ৭ মে, ৯ মে, ১২ মে, ১৪ মে, ১৫ মে, ১৭ মে এবং ১৯ মে । ব্যান্ডেল থেকে ছাড়ার ৩৭৭৮১ নম্বর ট্রেন এবং বর্ধমান থেকে ছাড়ার ৩৭৭৮২ এবং ৩৭৮১২ নম্বর ট্রেনগুলি বাতিল থাকবে ওই দিনগুলিতে।

Kurmi Protest: কুড়মিদের বিরুদ্ধে বেআইনি জমায়েত ও জাতীয় সড়ক অবরুদ্ধের অভিযোগ তুলে মামলা পুলিশের
রক্ষণাবেক্ষণের কাজের জন্য দূরপাল্লার যে ট্রেনগুলোর পরিষেবা ব্যাহত হচ্ছে, তার মধ্যে রয়েছে ১৩০২৭ হাওড়া – আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস। এই ট্রেনটি ২৯ এপ্রিল, ৪ মে, ৬ মে, ৮ মে, ১১ মে, ১৩ মে, ১৪ মে, ১৬ মে এবং ১৮ মে বাতিল রাখা হবে। একইসঙ্গে ১৩০২৮ আজিমগঞ্জ – হাওড়া কবিগুরু এক্সপ্রেসও বাতিল থাকছে ৩০ মে, ৫ মে, ৭ মে, ৯ মে, ১২ মে, ১৪ মে, ১৫ মে, ১৭ মে এবং ১৯ মে।

Hasnabad Train: আজ থেকেই ট্রেন বাতিল! হাসনাবাদ রুটে টানা 2 দিন চলবে না কোনও লোকাল, বড় ভোগান্তির আশঙ্কা
রেলের কাজের জন্য বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেন যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে। এই তালিকায় রয়েছে হাওড়া-মোকামা এক্সপ্রেস এবং মোকামা-হাওড়া এক্সপ্রেস। এই ট্রেন দু’টি মেন লাইনের বদলে কর্ড লাইন দিয়ে চলাচল করবে। গৌড় এক্সপ্রেসও ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ- নিউ ফারাক্কা রুটে চলাচল করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *