সব মিলিয়ে প্রবল গরমে একমাসের বেশি সময় ধরে ফের দুর্ভোগে পড়তে চলেছেন ব্যান্ডেল-শক্তিগড় শাখার একটা বড় অংশের যাত্রীরা। পূর্ব রেল জানিয়েছে, বর্ধমান থেকে হাওড়া অভিমুখে আসার ০৩০৫২ নম্বর ট্রেনটি আজ সোমবার ১৭ এপ্রিল বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি, বর্ধমান থেকে ছাড়ার ০৩০৫২ ট্রেনটি এবং হাওড়া থেকে ছাড়ার ৩৭৮৫৭ ট্রেনটি ২৯ এপ্রিল, ৪ মে, ৬ মে, ৮ মে, ১১ মে, ১৩ মে, ১৪ মে, ১৬ মে, এবং ১৮ মে বাতিল থাকবে।
এছাড়া হাওড়া থেকে ছাড়ার ০৩০৫১ নম্বর ট্রেনটি বাতিল থাকছে ১৮ এপ্রিল, ৩০ এপ্রিল, ৫ মে, ৭ মে, ৯ মে, ১২ মে, ১৪ মে, ১৫ মে, ১৭ মে এবং ১৯ মে । ব্যান্ডেল থেকে ছাড়ার ৩৭৭৮১ নম্বর ট্রেন এবং বর্ধমান থেকে ছাড়ার ৩৭৭৮২ এবং ৩৭৮১২ নম্বর ট্রেনগুলি বাতিল থাকবে ওই দিনগুলিতে।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য দূরপাল্লার যে ট্রেনগুলোর পরিষেবা ব্যাহত হচ্ছে, তার মধ্যে রয়েছে ১৩০২৭ হাওড়া – আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস। এই ট্রেনটি ২৯ এপ্রিল, ৪ মে, ৬ মে, ৮ মে, ১১ মে, ১৩ মে, ১৪ মে, ১৬ মে এবং ১৮ মে বাতিল রাখা হবে। একইসঙ্গে ১৩০২৮ আজিমগঞ্জ – হাওড়া কবিগুরু এক্সপ্রেসও বাতিল থাকছে ৩০ মে, ৫ মে, ৭ মে, ৯ মে, ১২ মে, ১৪ মে, ১৫ মে, ১৭ মে এবং ১৯ মে।
রেলের কাজের জন্য বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেন যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে। এই তালিকায় রয়েছে হাওড়া-মোকামা এক্সপ্রেস এবং মোকামা-হাওড়া এক্সপ্রেস। এই ট্রেন দু’টি মেন লাইনের বদলে কর্ড লাইন দিয়ে চলাচল করবে। গৌড় এক্সপ্রেসও ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ- নিউ ফারাক্কা রুটে চলাচল করবে।