গ্রীষ্মের প্রচণ্ড দাবাদাহে পানীয় জলের সমস্যা মেটাতে সোমবার হাওড়া পুরসভার পক্ষ থেকে খোলা হয় কন্ট্রোল রুম। কোনও এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিলে স্থানীয় বাসিন্দারা পুরসভাকে ফোন করে সাহায্য চাইতে পারেন। সেক্ষেত্রে পুরসভার পক্ষ থেকে ওই এলাকায় পাইপলাইনের সমস্যা তা দ্রুত মেরামতি করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি পানীয় জলের গাড়ি পাঠানো হবে বলে জানিয়েছেন হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান।
প্রচন্ড দাবাদাহে ইতিমধ্যে হাওড়া জেলার বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। পুরসভার পক্ষ থেকে ওইসব এলাকায় পানীয় জলের গাড়ি পাঠানো শুরু হয়েছে। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, পুরসভার পক্ষ থেকে পানীয় জলের সমস্যা মেটাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
এই কন্ট্রোলরুমের নাম্বার হল ০৩৩ ২৬৩৮৩২১২ / ১৩। এই নম্বরে ফোন করে শহরের যে কোন বাসিন্দা এলাকার জলের সমস্যার কথা পুরসভাকে জানাতে পারবেন। পুরসভার পক্ষ থেকে ওই ওয়ার্ডে ইঞ্জিনিয়ার পাঠানো হবে। যদি পাইপলাইনের সমস্যা থাকে তাহলে দ্রুত সারিয়ে দেওয়া হবে।
পাশাপাশি পুরসভার ১২০০ লিটারের ৩৩ টি গাড়ি এবং ২০০০ লিটারের ৬ টি গাড়ি আছে। এই জল সরবরাহ গাড়িগুলি থেকে ওই এলাকায় জল পাঠানো হবে। তিনি আরো বলেন বর্তমানে হাওড়া ময়দান ও সালকিয়া সহ শহরের বেশ কয়েকটি জায়গায় সারাদিন পানীয় জলের গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকছে। যাতে পথচলতি লোকেরা জল পান।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, এখন থেকে স্প্রিংকলারের সাহায্যে শহরে রাস্তাঘাটে জল ছড়ানো হবে। যাতে রাস্তায় ধুলো না ওড়ে এবং গরম থেকে খানিকটা হলেও রেহাই পাওয়া যায়। এলাকার মানুষ এই উদ্যোগকে ভালো চোখে দেখছেন। কিন্তু তাঁদের বক্তব্য কতটা কাজ হয় তা দেখার। এলাকার মানুষদের অভিযোগ, দুপুরবেলা জলের প্রেসার খুব কম থাকার অসুবিধা হয়। সেই সমস্যা মেটানো প্রয়োজন রয়েছে। পাশাপাশি, জলের সমস্যার জন্য এলাকায় পুরসভার জলের গাড়ি রাখার ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন বাসিন্দারা।