Jiban Krishna Saha : …রাশি রাশি, সোনা-দানা ঠাসা ঠাসি! CBI-এর হাতে ধৃত জীবনকৃষ্ণের মোট সম্পত্তির পরিমাণ জানেন? – jiban krishna saha arrested tmc mla by cbi know his total asset


কখনও পাঁচিল টপকে পালানোর চেষ্টা, আবার কখনও পুকুরে মোবাইল ফেলে দেওয়া। তিনদিন ধরে CBI আধিকারিকদের কার্যত ঘোল খাইয়েছেন জীবনকৃষ্ণ সাহা। প্রায় ৬৫ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি শেষে বড়ঞার তৃণমূল বিধায়ককে গ্রেফতার করেছে CBI। জামিনের আবেদন করলেও তাঁর আবেদন খারিজ করেছে আদালত। চারদিনের CBI হেফাজতে রয়েছেন তিনি। নিয়োগ দুর্নীতিকাণ্ডের রহস্যভেদ করতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূল বিধায়ককে। এই দুর্নীতিতে আর্থিক লেনদেনের ক্ষেত্রেও তিনি জড়িত ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। শিরোনামে উঠে আসছে তাঁর সম্পত্তির প্রসঙ্গও।

Mamata Banerjee Jiban Krishna Saha : ‘BJP-র গেমপ্ল্যান’, জীবনের গ্রেফতারিতে সরব মমতা
২০২১ সালে মুর্শিদাবাদের বড়ঞা থেকে তৃণমূলের টিকিটকে প্রথমবারের জন্য বিধানসভা নির্বাচনে লড়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। সে সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি নিজের সম্পত্তির উল্লেখ করেছেন। যেখানে তিনি জানিয়েছেন, ২০১৯-২০ সালে তিনি মোট ৫ লাখ ৪১ হাজার ৭৪০ আয়কর রিটার্ন জমা দিয়েছেন। ওই অর্থবর্ষেই তাঁর স্ত্রী টগরী সাহা জমা করেছেন ৪ লাখ ৩১ হাজার ৪৯০ টাকার আয়কর রিটার্ন।

Jiban Krishna Saha : জীবনকৃষ্ণকে নিয়ে আলিপুর আদালতের পথে CBI, জিজ্ঞাসাবাদে আরও ৮ বিধায়কের নাম!
ওই সময় বিধায়ক জীবনকৃষ্ণ সাহার হাতে ছিল ৩৬ হাজার ৩১০ টাকা। তাঁর স্ত্রী টগরীর হাতে ছিল ৮ হাজার ২৮০ টাকা। তৃণমূল বিধায়কের মোট আটটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। যেগুলিতে রয়েছে যথাক্রমে পাঁচ লাখ, ৫ লাখ ৩২ হাজার ৪১১ টাকা, ৮ লাখ ২৬ হাজার ৫৬৯ টাকা, ৬ লাখ ১১ হাজার ৯৬৪ টাকা, ৪০ লাখ ৬ হাজার ৪১২ টাকা, ২ লাখ ২৫ হাজার ৩৪ টাকা, ২ লাখ ৪৩ হাজার ৪৯০ টাকা এবং ১০ হাজার টাকা। স্ত্রীর নামে রয়েছে চারটি ব্যাংক অ্যাকাউন্ট। সেগুলিতে রয়েছে যথাক্রমে ১৪ লাখ ৬০ হাজার ১০১ টাকা, ১ লাখ ৬ হাজার ৩০৭ টাকা, ২৭ লাখ ৭৬ হাজার ৩৪২ টাকা এবং একটি অ্যাকাউন্টে রয়েছে ১০৮ টাকা।

Recruitment Scam : তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বাড়ি-আশ্রমে CBI, বিভাসের খোঁজে গোয়েন্দারা
জীবনকৃষ্ণ সাহার নামে রয়েছে ৬ লাখ ৩৫ হাজার টাকার একটি স্করপিও, ৬ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার একটি সুইফ্ট ডিজায়ার, ২ লাখ ১০ হাজার টাকার একটি অল্টো এবং ২১ হাজার টাকার একটি বাজাজের বাইক। তাঁর নামে রয়েছে ৬৮ হাজার ৮৫০ টাকা মূল্যের ১৫ গ্রাম সোনা। স্ত্রীর নামে রয়েছে ২ লাখ ৭৫ হাজার ৪০০ টাকা মূল্যের ৬০ গ্রাম সোনা। এছাড়াও পোস্টাল সেভিংস থেকে মিউচুয়াল ফান্ড, জীবনকৃষ্ণ ও তাঁর স্ত্রীর বিনিয়োগ রয়েছে একাধিক।

Jiban Krishna Saha : ৬৫ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, CBI-এর হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা
নির্বাচন কমিশনে জমা দেওয়া ২০২১ সালের হলফনামা অনুযায়ী জীবনকৃষ্ণ সাহার মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫ লাখ ৭ হাজার ৪৯ টাকা ১১ পয়সা। তাঁর স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৫৬ লাখ ২৯ হাজার ২০১ টাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *