Mother died in a road accident as a reckless pickup van run over her


তথাগত চক্রবর্তী: সন্তানকে টিউশন পড়তে দিয়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল মায়ের৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসতের জলট্যাঙ্ক মোড়ের কাছে ৷ মৃতার নাম কনক দাস। বয়স ৩০ বছর ৷ 

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় রাস্তার পাশে একটি মুদি দোকানে বাড়িতে রান্নার জন্য কিছু জিনিসপত্র কিনছিলেন তিনি ৷ সেইসময়ই তরমুজ বোঝাই একটি বোলেরো পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দোকানে এসে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই মৄত্যু হয় কনক দাসের ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে মুদি দোকানটিও ৷ দোকানের কর্ণধার তপন দাস জানান, গাড়িটি এতটাই গতিবেগে ছিল যে মূল রাস্তা থেকে ৫ থেকে ৬ ফুট নীচে নেমে আসে ৷ তাঁর দোকানের ফ্রিজ থেকে আরম্ভ করে একাধিক জিনিস গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছে বলে অভিযোগ ৷ 

এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা ৷ তাঁরা রাস্তা অবরোধ করেন ৷ খবর পেয়ে জয়নগর থানার পুলিশ এলে তাদের সামনেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা ৷ স্থানীয় বাসিন্দা অতনু রায় বলেন, গাড়িচালক মদ্যপ অবস্থায় ছিলেন ৷ গাড়ি চালানোর সময় চালকরা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা, তা যাতে পরীক্ষা করা হয়, সেই দাবি জানিয়েছেন তিনি ৷ তাঁর অভিযোগ, গাড়ির গতিবেগ এতটাই ছিল যে দোকানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ 

আরেক বাসিন্দা জানান, তিনি নিজে বাম্পারের জন্য ডায়মন্ডহারবারে পূর্ত দফতরের প্রধান অফিসে চিঠি দিয়েছেন ৷ তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর ৷ এই ঘটনায় ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে জয়নগর থানার পুলিস ৷ আটক করা হয়েছে গাড়িচালককেও ৷ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিস জেলার এসডিপিও অতীশ বিশ্বাস ৷

আরও পড়ুন, নাগরদোলায় সেলফি! খুলি থেকে চামড়া শুদ্ধু চুলের গোছা ছিঁড়ে মাটিতে পড়ল যুবতী…

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *