Rainfall Forecast : হাসফাঁস গরমে নাভিশ্বাস, চলতি সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস – west bengal districts may witness rainfall this week


কাঠফাটা রোদে রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। জ্বালাপোড়া গরমের মধ্যেই এবার স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই ভিজতে পারে রাজ্যের পাঁচ জেলা। তবে দক্ষিণবঙ্গে নয়, বৃষ্টি হবে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। যদিও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Heatwave In West Bengal : অসহনীয় গরমে পুড়ছে বাংলা, কতদিন চলবে তাপপ্রবাহ?

কবে থেকে হাওয়া বদল?

আগামী দু’দিন তাপপ্রবাহ জারি থাকবে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। আগামী চারদিন দক্ষিণের জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। গরম কিছুটা কমতে পারে আগামী ২১ এপ্রিল অর্থাৎ শুক্রবারের পর থেকে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ দেখা যেতে পারে। হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে। এছাড়া বৃহস্পতি এবং শুক্রবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বদলাতে পারে শনিবার থেকে।

West Bengal Weather Update : চরম গরমে নাভিশ্বাস, স্বস্তির বৃষ্টি কবে?
জেলায় জেলায় তাপপ্রবাহ

আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লু বইবে। প্রায় ১৪টি জেলায় তাপমাত্রা পেরিয়ে গিয়েছে ৪০ ডিগ্রি। এই পরিস্থিতির আপাতত কোনও পরিবর্তন হচ্ছে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী বৃহস্পতিবারের পর্যন্ত এই তাপপ্রাবহ চলবে বঙ্গে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৪০ থেকে ৪১ ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা। এই পরিস্থিতিতে সকলেরই একটাই প্রশ্ন, উষ্ণতম এই সপ্তাহে কি স্বস্তির বৃষ্টি নামবে? এই নিয়েই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

Hottest April : চৈত্রের বঙ্গে পারদ ৪০ ছুঁইছুঁই, উষ্ণতম এপ্রিলে গলদঘর্ম রাজ্যবাসী

একাধিক জেলায় ৪০ ডিগ্রির উপর তাপমাত্রা

রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াসল। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আগামী পাঁচদিন কলকাতা শহরের তাপমাত্রা আরও বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অত্যন্ত প্রয়োজন না পড়লে বাইরে বেরতে নিষেধ করছেন চিকিৎসকরা। এই সময়ের মধ্যেই লু বইবার সম্ভাবনা। বাঁকুড়া সর্বোচ্চ তাপমাত্রা ৪২.১ ডিগ্রি সেলসিয়াস। ক্যানিংয়ে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। মগরায় ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস,পানাগড়ে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৪১ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতনে ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *