Raju Jha Murder Case : কিং অফ কোল হতে বাংলায় ঢুকতে চায় গ্যাংস্টার আমন – raju jha murder case gangster connection with aman singh imprisoned in hazaribagh jail


রূপক মজুমদার, বর্ধমান
কিং অফ কোল হতে চায় হাজারিবাগ জেলে বন্দি গ্যাংস্টার আমন সিং। তার জন্য বাংলার কয়লাবাজারে হাত বাড়াতে চায় সে। একইসঙ্গে আমন জানিয়েছে, বাংলায় ঢুকলে ধামাকা করেই ঢুকবে। তাহলে কি দুর্গাপুরের কয়লা ব্যবসায়ী রাজেশ ঝা খুনে তার হাত রয়েছে? সেটাই কি তার ধামাকা? পুলিশের অনুমান তেমনই কারণ, ইতিমধ্যে জেলা পুলিশের কাছে এসেছে এই গ্যাংস্টারের হুমকি ফোন।

তদন্তকারীরা মনে করছেন, রাজেশ ঝা খুনে পুলিশি তদন্তের অভিমুখ সঠিক পথে এগোতেই বিচলিত বোধ করেছে আমন। তাই প্রথমে হাজারিবাগ জেলে ভিজিটর হিসেবে পরিচয় দেওয়া পুলিশের সঙ্গে আমন হাল্কা চালে কথা বললেও, তদন্তকারীদের মতে, সম্ভবত এই গ্যাংস্টার বুঝতে পেরেছে, পুলিশ বহু দূর এগিয়ে গিয়েছে। তাই তদন্ত থামাতে জেলার পুলিশ সুপার কামনাশিস সেনের কাছে এসেছে হুমকি ফোন।

Raju Jha : শক্তিগড়ে রাজেশ খুনে রণক্ষেত্র ধানবাদ জেলে
এসপিকে করা সেই ফোনের বক্তব্য, “পুলিশ এবার বাড়াবাড়ি করছে। থামতে বলুন।” এমন ফোন আসতে পারে বলে অনুমান ছিল পুলিশের। তার জন্য প্রস্তুতিও নেওয়া ছিল। কিন্তু, হুমকি ফোন আসার পরে দেখা গিয়েছে, তার কোনও রেকর্ড নেই।

অ্যাপ বেসড ফোনের মাধ্যমে পুলিশ সুপারকে ওই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা তদন্তকারীদের। এ বিষয়ে পুলিশ সুপার কামনাশিস সেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমাকে হুমকি দিয়ে তদন্ত বন্ধ করা যাবে না। এ বিষয়ে আর কোনও মন্তব্য করব না।”

Raju Jha Murder Case : কয়লা মাফিয়া রাজু খুনের মাস্টারমাইন্ড জেলবন্দি সুপারি কিলার? পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য
হাজারিবাগ সংশোধনাগারে আইনের ফাঁক গলে ভিজিটর সেজে আমনের সঙ্গে কথা বলে এসেছেন রাজেশ ঝা খুনে গঠিত সিটের দুই সদস্য। সেই কথোপকথনে রাজেশকে চেনার কথা স্বীকার করেছে আমন। এই খুনের সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না সেই প্রশ্নে আমন মুচকি হেসেছে, কোনও মন্তব্য করেনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কথোপকথনের সময় আমন বলেছে, “বাংলায় ঢুকলে আমি ধামাকা করেই ঢুকব। ঝরিয়া অবধি কোলফিল্ডে আমার দখলদারি আছে। এবার বাংলার কয়লারও দখল নেব। আমি কিং অফ কোল হওয়ার লক্ষ্যেই কাজ করব। তবে এখনও বাংলায় পুরোপুরি ঢুকিনি।”

Raju Jha : রাজেশ খুনে জেলবন্দি ডন আমনই মাস্টারমাইন্ড?
পুলিশের অনুমান, দুমকার বাসুকীনাথের গ্যাংস্টার আমনের প্রতিদ্বন্দ্বী প্রিন্স খানের সঙ্গে রাজেশের কথোপকথন ফাঁস হয়ে যায়।তদন্তকারীরা জানিয়েছেন, আমন ও তার গ্যাংকে নিকেশ করার জন্য প্রিন্সকে বরাত দিয়েছিলেন রাজেশ। সেই পরিকল্পনা রাজেশের একান্ত বিশ্বস্ত কেউ আমনের কাছে পৌঁছে দিয়েছিল বলে মনে করছে পুলিশ। সেই ব্যক্তিকেই এখন খুঁজছেন সিটের সদস্যরা। আর সেই কারণেই রাজেশ ঘনিষ্ঠ শতাধিক ব্যক্তিকে ধারাবাহিক ভাবে জেরা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *