Sealdah Hasnabad Train : শিয়ালদা ডিভিশনের এই শাখায় বন্ধ লোকাল! গরমে ট্রেন না পেয়ে হয়রানি যাত্রীদের – sealdah hansnabad train stopped due to double lining and signalling work


West Bengal Local Train : সপ্তাহের প্রথম কাজের দিনেই চরম ভোগান্তিতে লোকাল ট্রেন যাত্রীরা। আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করে পূর্ব রেলের তরফে জানানো হয়েছিল ১৭ ও ১৮ এপ্রিল শিয়ালদা-হাসনাবাদ শাখায় কোনও লোকাল ট্রেন চলবে না। রেলের তরফে জানানো হয়েছিল যে ডবল লাইনিং ও সিগন্যালিংয়ের কাজের জন্য বন্ধ থাকবে ট্রেন চলাচল।

একে তীব্র গরমের দাবদাহ। তার উপর সপ্তাহের প্রথম কাজের দিনে ট্রেন বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই হয়রানির মুখে পড়েছেন এই রুটের লোকাল ট্রেন যাত্রীরা। শিয়ালদা থেকে বারাসত হয়ে ট্রেন যায় হাসনাবাদ লাইনে। সেই ট্রেন সোমও মঙ্গলবার বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে।

Indian Railways News: গরমের মরশুমে 271টি স্পেশাল ট্রেন, রুট ও টাইম টেবিল জেনে নিন
ট্রেন বন্ধ থাকার কারণে কীভাবে প্রয়োজনীয় কাজে যাবেন তা বুঝেই উঠতে পারছেন না বারাসতের বাসিন্দা অমিত রায়। তিনি বলেন, “ব্যবসার কাজে আমরা আজ হাসনাবাদে যাওয়ার কথা ছিল। এই তীব্র গরমে ট্রেনে করে যাওয়া অনেক বেশি সুবিধার ছিল। কিন্তু ট্রেন বন্ধ থাকার কারণে এখন কীভাবে সেখানে যাব বুঝে উঠতেই পারছি না।”

সীমান্ত লাগোয় হাসনবাদ থেকে অনেকেই জরুরি কাজে কলকাতা আসেন। ট্রেন বন্ধ থাকার কারণে তাঁদের দিশেহারা অবস্থা। বারাসত অবধি না এলে ট্রেন পাওয়ার কোনও সুযোগ নেই। এমনটা জানালেন বসিরহাটের বাসিন্দা সইফুল মোল্লা। তিনি বলেন, “পেটের চিকিৎসার জন্য নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসাপাতালে আমার যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেন বন্ধ থাকায় মারাত্ম সমস্যার মধ্যে পড়েছি। বাসে চেপে বারাসত গিয়ে সেখান থেকেই ট্রেন ধরব ভাবছিয অন্যদিকে বাসেও মারাত্মক ভিড়। কীভাবে পৌঁছব জানি না।”

Howrah Bardhaman Local Train : ব্যান্ডেল-শক্তিগড়ে মেরামতি, ট্রেন বাতিলে মাসভর দুর্ভোগ
অন্যদিকে পূর্ব রেলের তরফে আগেই বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বন্ধের কথা জানিয়ে দেওয়া হয়েছিল।বারাসত থেকে হাসনাবাদ অবধি এতদিন সিঙ্গল লাইন ছিল। সেখানেই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ডবল লাইনিংয়ের কাজ চলছে। পূর্ব রেল জানিয়েছে, বেলেঘাটা ও লেবুতলা স্টেশনের মাঝে এই কাজ চলছে। অন্যদিকে লেবুতলা ও মালতীপুর স্টেশনের মধ্যে সিগনালিংয়ের কাজ চলছে বলে রেলের তরফে জানানো হয়েছিল।

Vande Bharat: বন্দে ভারত তৈরি করে আদৌ লাভ হয় রেলের? খরচ-আয়ের হিসেব দেখে নিন
রেল সূত্রে জানা গিয়েছে, ররিবার মধ্যরাত থেকে তৎপরতার সঙ্গে এই কাজ শুরু হয়েছে এবং মঙ্গলবার মধ্যরাত অবধি এই কাজ চলবে। পূর্ব রেল জানিয়েছে, ট্রেন চলাচলেক ক্ষেত্রে এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, ১৯ এপ্রিল থেকে শিয়ালদা-হাসনাবাদ রুটে ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *