South Dinajpur : পাচারের পূর্বে দক্ষিণ দিনাজপুর সীমান্ত থেকে উদ্ধার ২৩ লাখের নিষিদ্ধ ওষুধ, ধৃত ১ – prohibited drugs worth 23 lakhs recovered from south dinajpur border before smuggling


West Bengal News : বাংলাদেশে পাচারের আগে পতিরাম থানার ঠাকুরপুরা কাশিয়াডাঙ্গা এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ। নিজেদের হাতে আটক এক পাচারকারী। ধৃত পাচারকারীর নাম রাজ্জাক আলি(৪৪)। প্রায় ২৩ লাখ টাকার নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়েছে বলে খবর। পাচারকারীকে পাতিরাম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Howrah News : ত্রিবান্দ্রম এক্সপ্রেসে গাঁজা পাচার রুখল রেল পুলিশ, ৫৫ কেজি মাদক সহ গ্রেফতার ৪
রবিবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার ঠাকুরপুরা কাশিয়াডাঙ্গা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়ন জওয়ানরা অভিযান চালায়। অভিযানে এক মোটর বাইক আরোহীকে আটক করে। পরে ওই ব্যক্তির তল্লাশি নিতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট৷ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচারের ঘটনায় ওই ব্যক্তিকে আটক করেছে বিএসএফ। গতকাল রাতেই উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট সহ ধৃতকে পতিরাম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Wildlife Smuggling : ফের বন দফতরের জালে ২ পাচারকারী, উদ্ধার বিলুপ্তপ্রায় প্যাঙ্গোলিন
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪ হাজার ৫৭৪ পিস ইয়াবা ট্যাবলেট। যার বাজারমূল্য ২২ লাখ ৮৭ হাজার টাকা। এছাড়াও ধৃত ব্যক্তির কাছ থেকে একটি মোটর বাইক ও মোবাইল উদ্ধার হয়েছে। সব মিলিয়ে যার মোট বাজার মূল্য ২৩ লাখ ৩৮ হাজার টাকা। এদিকে ধৃতকে সোমবার বালুরঘাট জেলা আদালতে তুলেছে পতিরাম থানার পুলিশ। এই নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচারের ঘটনায় কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখতে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে পতিরাম থানার পুলিশ৷

Purba Medinipur News : টোল প্লাজায় পুলিশি অভিযান, লাখ টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ২
জানা গিয়েছে, রবিবার চকগোপাল বিওপির বিএসএফের কাছে গোপন সূত্রে খবর আসে ঠাকুরপুরা এলাকা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচার করা হচ্ছে। একটি মোটর বাইক কামালপুর থেকে ঠাকুরপুরার দিকে যাচ্ছিল। এমন খবর পেতেই বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা অভিযান চালায়। অভিযানে এক সন্দেহ ভাজন মোটর বাইক আরোহীকে কাশিয়াডাঙ্গা এলাকায় আটকায় বিএসএফ।

Birbhum News : ফের ঝাড়খণ্ড সীমান্ত থেকে উদ্ধার বিপুল পরিমাণ জিলেটিন স্টিক, তদন্তে NIA
তার কাছ থেকে উদ্ধার হয় তিনটি প্যাকেট৷ যা থেকে উদ্ধার ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ইয়াবা ট্যাবলেট। বাংলাদেশেই পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ইয়াবা ট্যাবলেট গুলি বলেই প্রাথমিক অনুমান বিএসএফের। এই পাচারের ঘটনায় আর কেউ বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ৷ এবিষয়ে পতিরাম থানার ওসি সৎকার সাংবো বলেন, গতকাল গভীর রাতে ইয়াবা ট্যাবলেট পাচারের ঘটনায় একজনকে তাদের হাতে তুলে দেয় বিএসএফ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *