Traffic Police : তীব্র গরমেই চলছে ডিউটি, ট্রাফিক পুলিশদের হাতে তুলে দেওয়া হচ্ছে গ্লুকোজ-জলের বোতল – howrah district gramin police given water glucose to traffic police and civic volunteers in this summer


West Bengal News : গ্রীষ্মের দাবদাহে ফুটছে গোটা রাজ্য। হাওয়া অফিসের সতর্ক বার্তা অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আর অস্বাভাবিক এই গরমের কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বিদ্যালয় গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে।

Ambulance Number Kolkata : তাপপ্রবাহে রাস্তায় বেরিয়ে হঠাৎ অসুস্থবোধ করছেন? অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা পুরসভার, জানুন ফোন নম্বর
গরমের হাত থেকে বাঁচতে রোদে না বের হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যদিও প্রয়োজনে মানুষকে রাস্তায় বের হতেই হচ্ছে। বিশেষ করে প্রতিদিন রোদের মধ্যে যে সমস্ত পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক সামলাচ্ছেন তাদের ক্ষেত্রে সমস্যা চরমে উঠেছে।

বিশেষ করে দুপুরে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক সামলানোর সমস্যা আরও বাড়িয়েছে। আর গরমে এইসব ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের স্বস্তি দিতে সোমবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে প্রশাসনের এইসব কর্মীদের হাতে গ্লুকোজ, জলের বোতল, ছাতা তুলে দেওয়া হল। সোমবার সকালে ১৬ নং জাতীয় সড়কে বাগনান লাইব্রেরী মোড়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়ারদের হাতে এইসব জিনিস তুলে দেন।

Summer Vacation : তীব্র দাবদাহে পুড়ছে বাংলা, স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত রাজ্য সরকারের
হাওড়া গ্রামীণ জেলা পুলিশেরএক কর্তা জানান গরমের হাত থেকে স্বস্তি দিতেই এই উদ্যোগ। তিনি বলেন, “যে হারে তীব্র হচ্ছে তাপপ্রবাহ, তাতে এই সপ্তাহেও রেহাই পাওয়া যাবে না বলে জানা গিয়েছে। আর তাঁর মধ্যেই পুলিশ কর্মীদের ডিউটি করে যেতে হবে। ছুটি নেই। সেই কারণেই হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ডিউটি চলাকালীন কেউ অসুস্থ না হয়ে পড়েন। প্রতিদিনই ডিউটিতে থাকা সমস্ত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের হাতে এই জিনিসগুলি তুলে দেওয়া হবে।”

একই ছবি দেখা যায় পূর্ব মেদিনীপুর জেলাতেও। জেলায় দিনে দিনে বাড়ছে তাপমাত্রা। লু হাওয়া বইছে ক্রমাগত। ফলে কর্মরত ট্রাফিক পুলিশ থেকে ট্রাক ও গাড়ির চালকরা খুব অস্বস্তির শিকার হচ্ছেন।

Traffic Police : ORS থেকে সানগ্লাস, তীব্র দাবদাহ থেকে বাঁচতে ট্রাফিক পুলিশকে বিশেষ কিট উপহার
তাদের কথা ভেবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে হলদিয়া মহকুমা ট্রাফিক পুলিশের উদ্যোগে শিল্প শহর হলদিয়ার মঞ্জুশ্রী মোড়, সিটি সেন্টার, ব্রজলালচক, রানীচক সহ অন্যান্য জায়গায়কর্মরত ট্রাফিক পুলিশকে একটি করে ছাতা, জল সহ খাবার যেমন তুলে দেওয়া হয়। তেমনি জাতীয় ও রাজ্য সড়ক দিয়ে যাতায়াত করা গাড়ি, ট্রাক চালকদের হাতে ORS, জল ও খাবার তুলে দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *