Balurghat News : দণ্ডিকাণ্ডে ধৃত ২ জনের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর বালুরঘাট আদালতের – balurghat court granted bail of 2 arrested in dandi controversy


South Dinajpur : দণ্ডিকাণ্ডে ধৃত দু’জনের জামিন মঞ্জুর। মঙ্গলবার বালুরঘাট জেলা আদালতে তোলা হয় দু’জনকে। শর্ত সাপেক্ষে দুজনের জামিন মঞ্জুর করা হয়। শর্ত দেওয়া হয়, ধৃত দুজনে কোনওভাবেই নির্যাতিতা ওই আদিবাসী মহিলাদের সঙ্গে দেখা করতে পারবে না৷ এমনকি আদালতের অনুমতি ছাড়া বালুরঘাটের বাইরে যেতে পারবে না। এছাড়াও দু’জনকেই ব্যক্তিগত আড়াই হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারক।

Dandi Controversy : দণ্ডি বিতর্কে অবশেষে গ্রেফতার ২ তৃণমূল কর্মী, ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ
এদিন দিনভর বালুরঘাট জেলা আদালত চত্বরেও দণ্ডি কাণ্ডের চর্চা চলে দিনভর। মঙ্গলবার ওই দুই অভিযুক্তকে কোর্টে তোলার আগেই সোমবার অভিযুক্তদের নিয়ে টিআই প্যারেড করানো হয়। তবে টিআই প্যারেডে দু’জনকে শনাক্ত করতে পারেনি নির্যাতিতারা এমনটাই সূত্রের খবর। এনিয়ে কিছুই বলতে চায়নি পুলিশ বা আইনজীবীরা।

Dandi Controversy : আদিবাসীদের পর এবার দণ্ডি কাণ্ডে পথে BJP, মিছিল করে পুরসভা অভিযান
ওই দু’জনকে জামিন দেওয়ার পক্ষে প্রথম থেকেই আইনজীবীরা সওয়াল করে। কারণ হিসেবে আইনজীবীদের তরফ থেকে বলা হয় ধৃত দুজনেই এসসি সম্প্রদায় ভুক্ত৷ তাহলে তাঁদের বিরুদ্ধে এই মামলা হয় কী করে ? তবে আরেক পক্ষের অভিযোগ, মূল অভিযুক্তদের আড়াল করতে দোষী নয় এমন দু’জনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু মূল অভিযুক্তর কাছে এখনও পুলিশ কেন পৌঁছতে পারছে না। ফলত পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলছে বিভিন্ন মহল।

Dondi Controversy : ‘আদিবাসীরা আমাদের পাশেই আছে…’, দণ্ডি বিতর্ক উড়িয়ে জনসংযোগে নতুন মহিলা সভানেত্রী
এবিষয়ে অভিযুক্ত আনন্দ রায়ের আইনজীবী দেবরাজ চক্রবর্তী বলেন, “ওই দু’জন এসসি অন্তর্ভুক্ত। তাই তাঁদের বিরুদ্ধে এসটি অ্যাক্টের মামলা লাগু হয়নি। এমনকি ওই দুইজন সরাসরি অভিযুক্ত নয়। এই মামলার সমস্ত নথি আদালতে পেশ করেছিলাম। স্বাভাবিকভাবেই ওই দুজনের জামিন হয়েছে।”

দু’জনকেই মোট পাঁচ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে সই করে জামিন দেওয়া হয়েছে। জেলা আদালতের সরকারি আইনজীবী সজল ঘোষ বলেন, দণ্ডি কাণ্ডের ধৃত দু’জনকে আদালতে তোলা হয়েছিল। সমস্ত কিছু বিচার বিবেচনা চলে আদালত ওই দু’জনকে জামিন দিয়েছে।

Balurghat News : দণ্ডি ঘটনার প্রতিবাদে আদিবাসীদের ডাকা বনধের প্রভাব বালুরঘাটে, স্তব্ধ জনজীবন
প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলায় তপনে আদিবাসী তিন মহিলাকে দণ্ডি কাটিয়ে তৃণমূলে যোগদান করানো হয় বলে অভিযোগ তোলা হয়। এই ঘটনা জানাজানির পর থেকেই রাজ্য রাজনীতি তোলপাড় শুরু হয়। ঘটনার তীব্র বিরোধীরা করা হয় বিজেপির তরফে।

গত সোমবারই এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গোটা জেলা জুড়ে বনধের ডাক দিয়েছিল আদিবাসী সংগঠন। এমনকি প্রকৃত দোষীকে ধরা হচ্ছে না বলে আওয়াজ তোলে বিজেপিও। মঙ্গলবার দুপুরে বালুরঘাট টাউন BJP-র পক্ষ থেকে বালুরঘাট পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করা হয়৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *