করোনা নিয়ে জারি রাজ্যের নির্দেশনামা
> ভিড় এলাকা কিংবা জমায়েত না করার পরামর্শ। বিশেষ করে প্রবীণ, শিশু এবং গর্ভবতীদের এগুলি এড়িয়ে যেতে বলা হয়েছে। কোমর্বিড রোগীদের ক্ষেত্রেও ভিড় এবং জমায়েত এড়িয়ে চলতে বলা হয়েছে।
> ভিড় যানবাহনে উঠলে মাস্ক পরার পরামর্শ।
> বারেবারে সাবান দিয়ে হাত ধোয়া এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ।
> জনবহুল এলাকায় হাঁচি-কাশি হলে হাত দিয়ে মুখ ঢাকার পরামর্শ। যত্রতত্র থুতু ফেলা অনুচিত।
> হাঁচি-কাশি-সর্দিতে আক্রান্ত ব্যক্তিদের থেকে গর্ভবতী, প্রবীণ ও শিশুদের দূরে রাখা বাঞ্ছনীয়।
> জ্বর, সর্দি-কাশি হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ঝুঁকি না নিয়ে কোভিড পরীক্ষা করিয়ে নেওয়া উচিত বলেই জানাচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর।
> কোভিড পজিটিভ ধরা পড়লে এক সপ্তাহের জন্য নিজেকে আইসোলেশনে রাখতে হবে।
> এখনও পর্যন্ত কারও কোভিড টিকা নেওয়া বাকি থাকলে তা অবশ্যই নিয়ে নিতে হবে।
> কোভিড গাইডলাইনের জন্য www.wbhealth.gov.in এ ক্লিক করে নোভেলকরোনাভাইরাসসম্পর্কে বিস্তারিত জানা যাবে।
> যদি শ্বাসকষ্টের সমস্যা হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে।
> শিশু, প্রবীণ কিংবা কোনও কোমর্বিড রোগী করোনায় আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন।
> চিকিৎসকের পরামর্শ না মেনে অ্যান্টিবায়োটিক খাওয়া অনুচিত।
> যে কোনও প্রয়োজনে সরকারি হেল্পলাইন নম্বর 14416-এ ফোন করা যাবে।