Bengal Covid Advisory : ফিরছে আতঙ্ক? জ্বর-সর্দিতে করোনা পরীক্ষার পরামর্শ রাজ্যের – west bengal govt issues covid 19 advisory as corona cases started to rise again


দেশজুড়ে ফের বাড়ছে করোনা (Coronavirus)। একাধিক রাজ্যে হু হু করে বাড়ছে সংক্রমণ। নিত্য নতুন করোনাভাইরাসের স্ট্রেন চোখ রাঙাচ্ছে। এ মত অবস্থায় সকলেই চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন। সংক্রমণ রুখতে বাংলার প্রশাসন তৎপর। এবার কোভিড-১৯ নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জারি করা হল বিশেষ অ্যাডভাইসরি (Bengal Covid Advisory)।

Heatwave In Kolkata : সপ্তাহখানেক বইবে লু! আরও বাড়বে তাপমাত্রা, পথে বেরোলেই হিটস্ট্রোকের ঝুঁকি

করোনা নিয়ে জারি রাজ্যের নির্দেশনামা

> ভিড় এলাকা কিংবা জমায়েত না করার পরামর্শ। বিশেষ করে প্রবীণ, শিশু এবং গর্ভবতীদের এগুলি এড়িয়ে যেতে বলা হয়েছে। কোমর্বিড রোগীদের ক্ষেত্রেও ভিড় এবং জমায়েত এড়িয়ে চলতে বলা হয়েছে।

> ভিড় যানবাহনে উঠলে মাস্ক পরার পরামর্শ।

> বারেবারে সাবান দিয়ে হাত ধোয়া এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ।

> জনবহুল এলাকায় হাঁচি-কাশি হলে হাত দিয়ে মুখ ঢাকার পরামর্শ। যত্রতত্র থুতু ফেলা অনুচিত।

Covid 19 Today: নয়া ভ্যারিয়্যান্টের দাপটে সংক্রমণ বাড়ল ৯ শতাংশ, অ্যাক্টিভ রোগী ৫০ হাজার ছুঁইছুঁই
> হাঁচি-কাশি-সর্দিতে আক্রান্ত ব্যক্তিদের থেকে গর্ভবতী, প্রবীণ ও শিশুদের দূরে রাখা বাঞ্ছনীয়।

> জ্বর, সর্দি-কাশি হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ঝুঁকি না নিয়ে কোভিড পরীক্ষা করিয়ে নেওয়া উচিত বলেই জানাচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর।

> কোভিড পজিটিভ ধরা পড়লে এক সপ্তাহের জন্য নিজেকে আইসোলেশনে রাখতে হবে।

> এখনও পর্যন্ত কারও কোভিড টিকা নেওয়া বাকি থাকলে তা অবশ্যই নিয়ে নিতে হবে।

> কোভিড গাইডলাইনের জন্য www.wbhealth.gov.in এ ক্লিক করে নোভেলকরোনাভাইরাসসম্পর্কে বিস্তারিত জানা যাবে।

> যদি শ্বাসকষ্টের সমস্যা হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে।

CoVovax CoWin: এবার কো-উইন অ্যাপে কোভোভ্যাক্স, সুখবর আদর পুনাওয়ালার
> শিশু, প্রবীণ কিংবা কোনও কোমর্বিড রোগী করোনায় আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন।

> চিকিৎসকের পরামর্শ না মেনে অ্যান্টিবায়োটিক খাওয়া অনুচিত।

> যে কোনও প্রয়োজনে সরকারি হেল্পলাইন নম্বর 14416-এ ফোন করা যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *