Cooch Behar News : রাতের অন্ধকারে চুরি যাচ্ছে চা গাছ, পুলিশের দ্বারস্থ কোচবিহারের বাগান কর্তৃপক্ষ – tea plants are being stolen in the dark of night in cooch behar


West Bengal News : রাতের অন্ধকারে বাগানের প্রায় দশ হাজার চা গাছ উপড়ে নষ্ট করে ফেলা হয়েছে। এরকমই অভিযোগ এনে পুলিশের দারস্থ হলেন কোচবিহারের মৈনাক চা বাগান কর্তৃপক্ষ। একাধিক বাগান থেকে গাছ চুরি যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা চা গাছ চুরি করে নিয়ে যাচ্ছে, তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ।

Alipurduar Tea Garden : মেলেনি বেতন, ম্যানেজারের বাংলো ঘেরাও করে বিক্ষোভ চা শ্রমিকদের
চা বাগান কর্তৃপক্ষের তরফে অভিযোগ করা হয়েছে, ভোটবাড়ি গ্রামপঞ্চায়েতের ধুতিরবাড়ি সেকশনে এই চা গাছ নষ্ট করে ফেলা হয়েছে। গত শনিবার নাগাদ এই ঘটনাটি ঘটেছে। মঙ্গলবারও কিছু গাছ নষ্ট করা হয়েছে। একাধিকবার গাছ চুরি যাওয়ার ঘটনায় শেষমেষ পুলিশের দ্বারস্থ হন বাগান কর্তৃপক্ষ।

Howrah News : সাত সকালে পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য হাওড়া ট্রাফিক ব্যারাকে
এদিন ওই এলাকা পরিদর্শনে যান বাগানের জেনারেল ম্যানেজার জ্ঞান প্রকাশ দিক্ষিত। তবে পুলিশে অভিযোগ জানানোর পরেও অভিযুক্তরা এখনও ধরা না পড়ায় হতাশা প্রকাশ করেছেন বাগান কতৃপক্ষ। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা অবশ্য জানিয়েছেন,”অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”

Cooch Behar News : রুপশ্রীর আবেদন জমা করে ফেরার পথে শ্লীলতাহানির শিকার যুবতী, উত্তেজনা মাথাভাঙায়
বাগান কতৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, মাঝেমধ্যেই চা গাছ সহ বাগানের গাছ কেটে ফেলা, কাঁচা চা পাতা চুরি ইত্যাদি ঘটনা ঘটছে। এতে তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দ্শ হাজার চা গাছ নষ্ট করাতে তাঁদের প্রায় কুড়ি লাখ টাকা ক্ষতি হয়েছে। এই ধরণের ঘটনা তাদের ভাবিয়ে তুলেছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চা বাগান এলাকায়।

Cold Storage Accident : হিমঘরের ছাদ ভেঙে বিষাক্ত গ্যাস ছড়ানোর জের, কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের
উল্লেখ্য, মেখলিগঞ্জ ব্লক ও ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু জায়গায় মৈনাক কোম্পানির চা বাগান রয়েছে। বাগানের ম্যানেজার জানান, “ধুতির বাড়ি এলাকায় আমাদের বড় ক্ষতি হয়েছে। এ নিয়ে মেখলিগঞ্জ থানায় সুনির্দিষ্ট অভিযোগ জানানো হয়েছে। আমরা চাইছি ঘটনার সঠিক তদন্ত করে পুলিশ অভিযুক্তদের যথাযথ শাস্তি দিক।”

Murshidabad Shootout : মাছ ধরাকে ঘিরে বিবাদের জেরে চলল গুলি! মুর্শিদাবাদে মৃত ১, আতঙ্ক এলাকায়
কিন্তু, কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, সে সম্পর্কে স্পষ্ট সন্দিহান করতে পারেনি চা বাগানের শ্রমিকরাও। তবে ব্যবসায়িক ক্ষতির স্বার্থেই এরকম ঘটনা ঘটানো হচ্ছে বলে তাঁদের প্রাথমিক ধারণা। এমনকি চা বাগানের কোনও লোক এর সঙ্গে জড়িত থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীকে খুব শীঘ্রই ধরা হবে বলে জানিয়েছে পুলিশ। চা বাগানে রাত্রিকালীন নিরাপত্তা রক্ষী রাখার কথা ভাবা হচ্ছে বলেও জানান চা বাগান কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *