Dakshin 24 Pargana : ভাঙড়ে ফাঁকা মাঠে পোড়ানো হল সরকারি নথি! খবর পেয়ে ছুটলেন CBI অফিসাররা, রহস্য – govt documents are burning in large in bhangar area cbi officers rushed


West Bnegal News : নিয়োগ দুর্নীতি, গোরু পাচার, কয়লা পাচার – রাজ্য এখন তোলপাড় হচ্ছে এই তিনটি দুর্নীতি নিয়ে। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের আনাচে কানাচে যে কোনও সময় হানা দিচ্ছেন CBI নাহলে ED আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হচ্ছে নথির পর নথি। আর এরকমই প্রচুর নথি পোড়ানো হচ্ছে বিশাল এলাকা জুড়ে, এই খবর পেয়েই সব কাজ ফেলে রেখে ঊর্ধ্বশ্বাসে ছুটে এলেন CBI আধিকারিকরা।

এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে দক্ষিন ২৪ পরগনা জেলার ভাঙড়ে। এই ভাঙড়ই প্রায় সবসময় রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। তাহলে কি যে সমস্ত নথি পোড়ানো হচ্ছে, সেই নথিগুলির সঙ্গে কোনও না কোনও সূত্র রয়েছে উপরিউক্ত দুর্নীতিগুলির? CBI আধিকারিকরা ছুটে আসাতেই উঠছে এই সমস্ত প্রশ্ন।

Recruitment Scam : দুটো মোবাইল ফেলা হয়েছে পুকুরের জলে? তৃণমূলের বিধায়কের বাড়িতে তল্লাশি জারি CBI-র
ভাঙড়ের আন্দুল গড়িয়াতে সরকারি নথি পোড়ানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পাঁচিল ঘেরা বাউন্ডারির মধ্যে সরকারি নথি পোড়ানো হচ্ছে, এমনটাই খবর পাওয়া গিয়েছে স্থানীয় সূত্রে। বিশাল এলাকা জুড়ে পুড়ছে সরকারি নথি। আর সেই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

রাতের অন্ধকারে কে বা কারা এই নথি পোড়ালো, সেই নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারছেন না কেউই। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই নথি পোড়ানোর ঘটনাটি ঘটেছে অনেক রাতে। গভীর রাতে অন্ধকারের সুযোগে কেউ বা কারা এসে এই নথিগুলি এখানে জ্বালিয়ে দিয়ে গিয়েছে।

Recruitment Scam Case : শেষরক্ষা হল না , তৃণমূল বিধায়কের পুকুর থেকে মোবাইল উদ্ধার CBI-এর
তবে এই নথিগুলি ভাঙড় এলাকারই কিনা, সেই বিষয়ে স্পষ্ট কিছু মতামত পাওয়া যায়নি। অনেকের মতে, এই নথিগুলি বাইরে থেকে নিয়ে এসেও এখানে জ্বালানো হয়ে থাকতে পারে। প্রথমে স্থানীয়রা বিষয়টিকে অতটা গুরুত্ব না দিলেও CBI আধিকারিকরা ছুটে আসাতেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছেন সকলে।

এদিকে,CBI আধিকারিকরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টাকরে নথি ও কাগজপত্র বাঁচানোর চেষ্টা করছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আর এই বিষয় নিয়েই মুখ খুলতে দেখা গিয়েছে তৃনমূল বিধায়ক তথা ভাঙড় বিধানসভা ক্ষেত্রের পর্যবেক্ষক শওকত মোল্লাকে।

তিনি বলেন, “কে বা কারা এই এলাকায় এতসব কাগজ নিয়ে এসে পুড়িয়ে ফেলছে, তা CBI তদন্ত করে বের করুক। CBI যদি তদন্ত করে বের করতে পারে, তাহলে তা খুবই আনন্দের কথা। আমাদের তরফ থেকে কোনও সহযোগিতার দরকার হলে আমরা তা করতে রাজি।”

Jiban Krishna Saha CBI: তৃণমূল বিধায়কের বাড়ির বাগান থেকে উদ্ধার ৬ ব্যাগ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি, তাজ্জব CBI
বিরোধীদের অভিযোগ, এই নথি নিয়োগ দুর্নীতির নথি। সেই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা আদালতের বিচারাধীন বিষয়। এটা নিয়ে CBI ও ED তদন্ত চালাচ্ছে। তদন্ত নিজের মতো চলছে, যদি কিছু ঘটে থাকে তাহলে তা নিশ্চয়ই বেরিয়ে আসবে। আমরা ও আমাদের দল দুর্নীতির বিরুদ্ধে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *