বালুরঘাট টাউন BJP-র পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে বালুরঘাট পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করা হয়৷ এদিন বিক্ষোভ কর্মসূচির আগে বালুরঘাটে প্রতিবাদ মিছিল বের করা হয়। এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন BJP সভাপতি সমীর প্রসাদ দত্ত, BJP-র প্রাক্তন জেলা সভাপতি বিনয় বর্মন, টাউন BJP যুব মোর্চার সভাপতি বাবুসোনা অধিকারী সহ অন্যান্য BJP নেতৃত্ব৷
এদিন দুপুর একটার সময় BJP-র পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয়। বিক্ষোভ শেষে ডেপুটেশন দেওয়া হয় পুরসভা কর্তৃপক্ষকে। দণ্ডি কাণ্ডে অভিযুক্তের শাস্তি সহ অন্যান্য দাবিতে এদিনের কর্মসূচি বলেই BJP-র পক্ষ থেকে জানানো হয়েছে। মোট আট দফা দাবিতে এদিনের কর্মসূচি ছিল BJP-র।
তার মধ্যে উল্লেখযোগ্য হল দণ্ডি কাণ্ডে মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি বালুরঘাট পুরসভার ভাইস কাউন্সিলরের পদ থেকে তাকে বরখাস্ত করতে হবে। তা না হলে আগামি দিনে তারা আরও বড় আন্দোলনে নামবেন বলে সাফ জানিয়েছেন।
এই বিষয়েবালুরঘাট টাউন BJP সভাপতি সমীর প্রসাদ দত্ত বলেন, “প্রদীপ্তা চক্রবর্তীই এই কাণ্ডের মূল অভিযুক্ত। তাঁকে শুধু দলীয় পদ থেকে বরখাস্ত করলেই হবে না, গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। কারণ এই দণ্ডি কাণ্ড ঘটিয়ে তিনি সমস্ত আদিবাসী সমাজ, আদিবাসী মহিলাদের অপমান করেছেন। তৃণমূলের দু’জন নিচুতলার কর্মীকে এই কাণ্ডে গ্রেফতার করে মূল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এদিকে আসল অপরাধীকে প্রথম দিন থেকে আড়াল করা হচ্ছে। এটা BJP হতে দেবে না। যতদিন না উনি গ্রেফতার হচ্ছেন, ততদিন আমরা আন্দোলন করব।”
এদিকে এই বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানিয়েছেন, “প্রশাসন নিজের কাজ করছে। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। আইন আইনের পথে চলছে, সেখানে তৃণমূল কোনোরকম হস্তক্ষেপ করছে না। BJP যতই এটা নিয়ে হইচই করুক, আদিবাসীরা এই বিষয়ে তৃণমূলের পাশেই আছেন।”