Diabetes Cause : ইমাম, কাজীদের সঙ্গে নিয়ে অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্য পরিচর্যা – provision of pregnancy care and diabetes screening for muslim women is under initiative in state


এই সময়:গর্ভাবস্থাকালীন জটিলতা ও প্রসূতি মৃত্যুর অন্যতম কারণ হিসেবে চিকিৎসকরা গর্ভাবস্থাকালীন (জেস্টেশনাল) ডায়াবিটিসের কথা বলেন। কিন্তু সেই সঙ্গে তাঁরা এটাও জানান যে, ভারতে অন্তঃসত্ত্বাদের একটা বড় অংশের ডায়াবিটিস ধরাই পড়ে না। ফলে, ঠেকানো যায় না বহু অনভিপ্রেত পরিণতি। চিকিৎসকদের অধিকাংশের বক্তব্য, এই সমস্যা আবার বেশি দেখা যায় আর্থ-সামাজিক ভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের একাংশের মধ্যে।

তাই, ধর্মীয় সংগঠন এবং ইমাম, কাজীদের সঙ্গে নিয়ে মুসলিম মহিলাদের গর্ভাবস্থাকালীন পরিচর্যা ও ডায়াবিটিস স্ক্রিনিংয়ের ব্যবস্থা হচ্ছে বেসরকারি উদ্যোগে। এই গোটা কর্মকাণ্ডের নেপথ্যে রয়েছে কলকাতার আন্তর্জাতিক সংগঠন মেটা (দান) ফাউন্ডেশন। সোমবার ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয় মেটা ক্লিনিকের ডোভার লেনের অফিসে।

DA Latest News : সুপ্রিম কোর্টে আজই DA মামলার নিষ্পত্তি? আশাবাদী সরকারি কর্মীরা
সেখানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডায়াবিটিস ফেডারেশনের চেয়ারম্যান (দক্ষিণ এশিয়া) এ কে আজাদ খান, সরকারি মুসলিম বিবাহ ও কাজী কল্যাণ সমিতির সভাপতি মোকরাম আলি ও সম্পাদক মহম্মদ ফজ়লুল্লাহ আনসারি প্রমুখ। এ কে আজাদ খান বলেন, “এমন উদ্যোগ এ দেশে অভূতপূর্ব। গর্ভধারণ সব সময়েই পরিকল্পিত ভাবে হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য, উন্নয়নশীল দেশে বেশির ভাগ ক্ষেত্রেই তা হয় না।”

তাঁর মতে, “কাজীদের মতো ধর্মীয় বিশিষ্টরা এই ব্যাপারে মেটা-র উদ্যোগে যদি যুগলকে বিজ্ঞানসম্মত পরামর্শ দেন, তা হলে সব পক্ষই, বিশেষত ভবিষ্যত প্রজন্ম উপকৃত হবে স্বাস্থ্যের নিরিখে।” ভারতে রোজ গড়ে সন্তানসম্ভবা ও প্রসূতি মিলিয়ে ৮ জন মারা যান। এমনকী, প্রতি হাজার সদ্যোজাতের মধ্যে ২৭ জনের মৃত্যুও হচ্ছে ভারতে।

Mucormycosis Symptoms : মিউকরের ছোবল কেন, হদিশ মিলল গবেষণায়
মেটা-র কর্ণধার, ডায়াবিটোলজির বিশেষজ্ঞ চিকিৎসক দেবাশিস বসু জানান, ভারতে প্রায় ৫০ শতাংশ গর্ভধারণ অপরিকল্পিত এবং প্রায় ২৫ শতাংশ গর্ভধারণ অবাঞ্ছিত। ফলে, এ দেশে বহু গর্ভপাত হয়। তার মধ্যে আবার ৬৭ শতাংশ গর্ভপাত নিরাপদ নয়।

তিনি বলেন, “সংখ্যালঘুদের একাংশের পরিবারে এই সমস্যা অনেক বেশি বলেই আমরা চেষ্টা করছি, যাতে ওই সব পরিবারের যুগলরা গর্ভধারণ নিয়ে বিজ্ঞানসম্মত ভাবনাচিন্তা করেন। এই কাজে প্রেরণা জোগানোর জন্য আমরা ইমাম, কাজীদের এগিয়ে আসার অনুরোধ করেছি। ওঁরাও রাজি হয়েছেন।” তিনি জানান, এই উদ্যোগে সরকারি সাহায্যেরও প্রত্যাশী তাঁরা।

কী ভাবে কাজ করবে মেটা? দেবাশিস জানাচ্ছেন, মেটা ফাউন্ডেশনের এই প্রকল্পের লক্ষ্য হলো, ভারতে ডায়াবিটিস এবং অসংক্রামক রোগব্যাধি সম্পর্কে কাউন্সেলিংয়ের মাধ্যমে নববিবাহিত দম্পতিদের মধ্যে প্রাক-গর্ভধারণ সম্পর্কিত সচেতনতা তৈরি করা।

Covid Update India : ফের কোভিডের বাড়বাড়ন্ত, ১০ হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ
অসংক্রামক রোগ,বিশেষত গর্ভাবস্থাকালীন ডায়াবিটিস চিহ্নিতকরা এবং তাকে যথাসম্ভব প্রতিরোধ করা অথবা চিকিৎসার বিষয়টির উপর যাতে ধর্মীয় নেতারা জোর দেন, সেটা নিশ্চিত করার চেষ্টাই মেটার উদ্দেশ্য। এই কাজের অঙ্গ হিসেবেই থাকছে পরিবার পরিকল্পনা, যথাসম্ভব অপরিকল্পিত গর্ভধারণ প্রতিরোধ এবং প্রতিটি সন্তানসম্ভবার বাধ্যতামূলক ডায়াবিটিস স্ক্রিনিং।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *