Howrah Municipal Corporation : হেল্পলাইন নম্বরে ফোন করলেই পানীয় জল! গরম মোকাবিলায় উদ্যোগ পুরসভার – howrah municipal corporation started a helpline to solve water problem for this summer good news


গ্রীষ্মের দাবদাহে পুড়ছে গোটা বঙ্গ। শেষ কবে রাজ্য এমন গরম পড়েছিল, তা মনে করতে পারছেন না অনেকে। এই অবস্থায় পুর এলাকার বাসিন্দাদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল হাওড়া পুরসভা। এই তীব্র গরমে জল সরবরাহে কোনও সমস্যা যাতে না হয়, সেই কারণে পুরসভার তরফে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।পুরসভার তরফে জানা হয়েছে, পুর এলাকার বাসিন্দারা জল সরবরাহ সংক্রান্ত যে কোনও সমস্যার কথা এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করে জানাতে পারবেন। কন্ট্রোল রুমের ফোন নম্বরগুলি হল : ০৩৩ ২৬৩৮-৩২১২ ও ০৩৩ ২৬৩৮-৩২১৩। পুরসভার নির্ধারিত কাজের সময়ের মধ্যে এই নম্বরগুলিতে ফোন করে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন পুর নাগরিকরা। জল পাওয়ার সমস্যা সমাধানে তখনই পদক্ষেপ করবে পুরসভা।

Bashirhat Municipality : এক ফোনেই জানান অভিযোগ! বসিরহাট পুরসভার নয়া হেল্পলাইন নম্বর জানেন তো?
গরম তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে গোটা রাজ্যে জলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। হাওড়া পুরসভার তরফে জানানো হয়েছে, নাগরিকদের সমস্যা সমাধানের চেষ্টা তারা করছেন। কিন্তু, হেল্পলাইন চালু হলে এলাকা ভিত্তিক সমস্যা সমাধান আরও দ্রুত ভিত্তিতে করা যাবে বলেই মনে করা হচ্ছে।

পুরসভা সূত্রে খবর, সাধারণ সময়ে তুলনায় জলের উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।হাওড়া পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী জানিয়েছেন, এই গরমে মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেই কারণে জলের উৎপাদন অনেকটা বাড়ানো হয়েছে। এছাড়া ভূগর্ভস্থ জলাধারগুলিতে যাতে সব সময় জলের জোগান থাকে তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সোমবার এই নিয়ে পুরসভার ইঞ্জিনিয়ার ও জল বিভাগের আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বলেই তিনি জানিয়েছেন।

Summer Heat : এক বালতি জলের জন্য গোটা ১ দিনের অপেক্ষা! চাঁদিফাটা গরমে নাজেহাল বাসিন্দারা
ফোনে পুরসভা প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী এই সময় ডিজিটালকে বলেন, “যে পরিমাণ গরম পড়েছে, সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখেই জলের উৎপাদন বাড়িয়ে ৬৫ মিলিয়ন গ্যালন করা হয়েছে। আগে যে মানুষ দিনে দু’বার স্নান করতে তাঁরা হয়তো এখন তিনবার স্নান করছেন। ফলে স্বাভাবিকভাবে জলের চাহিদা বেড়েছে। সেই কারণে আমরা কালই একটি বৈঠক করি। মানুষের সমস্যা যাতে না হয় সেই কারণে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। প্রয়োজন অনুয়ায়ী বিভিন্ন এলাকায় জলের গাড়ি পাঠানো হচ্ছে।”

Howrah Municipal Corporation : ৩৫ বছর পর স্বপ্নপূরণ! নববর্ষে নতুন রাস্তা পেল হাওড়ার ৪৫ নম্বর ওয়ার্ড
পুরসভা সূত্রে জানা গিয়েছে, হাওড়া পুর এলাকার নতুন করে সংযুক্ত ৬টি ওয়ার্ডে জল সরবরাহের দায়িত্বে রয়েছে KMDA। বুধবার পুরসভার আধিকারিকদের সঙ্গে KMDA কর্তৃপক্ষের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী দিনে ওই ওয়ার্ডগুলিতে কীভাবে পর্যাপ্ত জলের ব্যবস্থা করা যায়, সেই নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *