Kolkata Weather : কলকাতায় ৪০ ডিগ্রির তাপমাত্রা কি এই প্রথম? দেখুন ১৫ বছরের পরিসংখ্যান – kolkata summer statistics and no forecast of rainfall in there nearly says imd


আগুন ঝরাচ্ছে বৈশাখ। লাফিয়ে বাড়ছে কলকাতার তাপমাত্রা। কবে সামান্য পারদ পতন সামান্য স্বস্তি দেবে সেই নিয়ে চিন্তা গোটা বঙ্গবাসী। এই অবস্থায় ফের খারাপা খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আপাতত গরমের হাত থেকে রেহাই মিলছে না।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একদিকে যেমন গরম কমার কোনও সম্ভাবনা নেই তেমন তাপপ্রবাহের রক্ষচক্ষু রাজ্যবাসীর ভোগান্তি আরও বাড়াবে। কলকাতা সহ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

Rainfall Forecast : হাসফাঁস গরমে নাভিশ্বাস, চলতি সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ এপ্রিল থেকে ধীরে ধীরে আবহাওয়া উন্নতির সম্ভাবনা রয়েছে। মন্থর গতিতে তাপমাত্রা ক্রমশ ৪০ ডিগ্রির নীচে নেমে আসবে। দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং নদিয়ায় ২২ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেদিন কলকাতার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আলিপুর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ বঙ্গের যে যে জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানে সামান্য বৃষ্টিপাত হলেও অবশ্য খুব বেশি গরম কমার বিশেষ আশা নেই।

Summer Temperature : আরও বাড়বে গরম, শনিবার পর্যন্ত রাজ্যে অমিল স্বস্তির বৃষ্টি
তবে উত্তরবঙ্গের জন্য আশার আলো শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বভাস অনুযায়ী উত্তরের জেলাগুলি আজ থেকেই বৃষ্টিতে ভেজার সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে আজ থেকেই হালকা বৃষ্টির পূর্বভাস রয়েছে। কাল থেকে কালিম্পঙেও শুরু হবে হালকা বৃষ্টি। বৃহস্পতিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। যদিও উত্তরবঙ্গের বাকি তিন জেলা- দুই দিনাজপুর, মালদা শুষ্কই থাকবে।

Kolkata Weather Update : ৪০ ডিগ্রি ছাড়াল কলকাতার তাপমাত্রা, আরও ৪ দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস
কলকাতায় গরমের স্পেল কতদিন?

শেষ কবে কলকাতায় একটানা এরম গরম পড়েছিল, তা মনে করতে পারছেন না অনেকেই। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় এপ্রিল মাসে একটানা ৪০ ডিগ্রির উপরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার ঘটনা এই প্রথম নয়। আবহাওয়া দফতর সূত্রে খবর, ৪০ উপর তাপমাত্রা থাকার দিন সংখ্যা আরও বাড়বে।

শেষ কবে কলকাতায় একটানা ৪০-র উপর ছিল তাপমাত্রা?

আবহাওয়া দফতর থেকে প্রাপ্ত পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, চলতি বছর ১২ এপ্রিল থেকে কলকাতার তাপমাত্রা ৪০-র বেশি। তবে এই প্রথম নয়, এর আগে,

২০০৯ সালে এপ্রিল মাসে ৮ দিন ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা।

২০১০ সালে পরপর ২ দিন কলকাতার তাপমাত্রা ৪০-র উপর ছিল।

২০১৪ সালে ৫ দিন এবং ২০১৬ সালে দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০-র উপরে ছিল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *