সোমবার রাতে মুকুল রায় দিল্লি উড়ে যান বলে কিছু প্রমাণ মিলেছে সংবাদমাধ্যমে। উল্টোদিকে, তাঁর পুত্র শুভ্রাংশু রায় মিসিং ডায়েরি করেছেন, এমনকি অপহরণের অভিযোগও তুলেছেন। তবে বিষয়টি নিয়ে বিজেপি সাংসদ সুভাষ সরকারের বক্তব্য, ” উনি কোথায় গিয়েছেন, এটা ওঁর পরিবারের লোকজন বলতে পারবে। কোথায় গিয়েছেন, সেটা ওঁরাই জানান।”
তবে তিনি কি বিজেপিতে যোগদান করতে গিয়েছেন? এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “ওঁর অনেক রকম কাজ থাকতে পারে। ওঁর ছেলেকে জিজ্ঞাসা করুন, সব জানে। ঠিক বলে দেবে।” তবে এতে কি কোনও নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীর পালটা জবাব, “এটা তাঁর ছেলে জানেন, উনি বলতে পারবেন।” এরপরেই তাঁর সংযোজন, বর্তমানে তৃণমূলের যা অবস্থা তাতে বহু তৃণমূল নেতা বিজেপিতে আসার জন্য পা উঠিয়ে আছে।
সোমবার সন্ধ্যায় কলকাতা থেকে বিমান যাত্রায় দিল্লি যান মুকুল রায়। অন্যদিকে, এয়ারপোর্ট থানা এবং বীজপুর থানায় তাঁর বাবার নামে মিসিং ডায়েরি করেন পুত্র শুভ্রাংশু রায়। তাঁর বাবাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হতে পারে না জোর করে নিয়ে যাওয়া হতে পারে বলেও মনে করছেন তিনি। এই নিয়ে গোটা দিন জুড়ে রহস্য ঘনীভূত হয়।
প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় মুকুল রায় বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হন। যদিও বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের কিছুদিন পর তাঁকে তৃণমূল কংগ্রেসের প্রধান দলীয় কার্যালয় দেখা যায়। আগামী দিনে তৃণমূলের হয়ে প্রচারে নামার কথাও শোনা যায় তাঁর মুখে।
তবে ধীরে ধীরে রাজনীতির প্রাঙ্গণ থেকে মিলিয়ে যেতে থাকেন এক সময়কার চাণক্য মুকুল রায়। যদিও তাঁর পুত্রের দাবি, মুকুল রায় বর্তমানে মানসিকভাবে অসুস্থ আছে। এমনকি তাঁর পারকিনসন্স রয়েছে, ডিমেনশিয়া রয়েছে। লিভার সিরোসিসও রয়েছে বলেও তিনি দাবি করেন। তবে মুকুল রহস্য কতদূর এগোয় তাকিয়ে রাজ্যবাসী। তাকিয়ে তৃণমূল, বিজেপিও।