Mukul Roy Dilip Ghosh : ‘বিরাট রাজনৈতিক ব্যক্তিত্ব…’, মুকুলকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের – dilip ghosh says mukul roy is lost case and he has no importance in bengal politics


মঙ্গলবার সকালে খড়গপুরে চা চক্রে যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি মেদিনীপুরের সাংসদও বটে। নিজের লোকসভা কেন্দ্রে এভাবেই জনসংযোগ করতে অভ্যস্তবিজেপিনেতা। চা-চক্র শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল ও রাজ্য সরকারকে নিশানা করেন দিলীপ।

Dilip Ghosh : ‘কেউ যদি আসতে চায়…’, বিরোধী জোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের
হঠাৎ করেই দিল্লিতে গিয়েছেন তৃণমূল নেতা মুকুল রায়। সেই নিয়ে তীব্র রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। অনেকেই ফের একবার তাঁর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে চর্চা করছেন। মুকুল কী আবার বিজেপিতে যোগ দেবেন? এই প্রসঙ্গে দিলীপকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মুকুল রায়একজন বিধায়ক, বাংলার রাজনীতির বিশাল বড় ব্যক্তিত্ব। কিন্তু শেষ ছমাস তাঁকে নিয়ে কোনও খবর নেই। আমার মনে হয় এটা লস্ট কেস। মুকুল রায়কে নিয়ে কেউ আর কিছু ভাবে না। উনি অসুস্থ ছিলেন, ওঁনার সুস্থতা কামনা করি।”

Aparupa Poddar Suvendu Adhikari: অপরূপা পোদ্দারের পাঠানো চাকরির সুপারিশ পত্র টুইট শুভেন্দুর, পালটা বিস্ফোরক দাবি সাংসদের
সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক পারদ। এই নিয়ে টুইটে বিজেপিকে নিশানাও করেন অভিষেক। সেই প্রসঙ্গে দিলীপকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কেস চলছে। অনেকবারই তিনি ইডির কাছে গিয়েছেনও। এখন কোন মামলায় অভিষেককে ডাকা হল তা এখন স্পষ্ট নয়। কারণ গোরু, কয়লা, সোনা পাচারের সঙ্গে তাঁর নাম ওঠার পর এখন নিয়োগ দুর্নীতিতেও তাঁর নাম জড়িয়েছে। হতে পারে অন্য মামলায় সিবিআই তাঁকে ডেকেছে।”

Mukul Roy: আচমকা দিল্লিতে মুকুল রায়, রাজধানী যাত্রার কারণ নিয়ে ধোঁয়াশা
সোমবার নবান্ন থেকে ফের সিবিআই-ইডির রাজনৈতিক ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গেও কড়া জবাব দেন দিলীপ। তিনি বলেন, “যেখানে দুর্নীতি হচ্ছে সেখানেই সিবিআই যাবে। কংগ্রেসের সময়ও বিজেপি অনেক রাজ্য ক্ষমতায় ছিল। সেখানে তো সিবিআইকে পাঠানোর হিম্মত হয়নি। আসলে সব নেতামন্ত্রী থেকে শুরু করে সাংসদ-বিধায়ক সকলেই দুর্নীতির সঙ্গে যুক্ত। তাঁরা যেখান থেকে অনুপ্রেরণা পেয়েছেন তির এখন সেদিকেই যাচ্ছে। সিবিআই ভয় দেখাচ্ছে না, জেলের ভাই খাইয়ে ছাড়বে।”

Abhishek Banerjee : ভোটে কেন্দ্রের বঞ্চনাই দলের ইস্যু: অভিষেক
নবান্ন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্যক হাতিয়ার করে তাঁর পদত্যাগ দাবি করেন মমতা। সেই প্রসঙ্গে দিলীপ বলেন, “বিজেরির মুখ্যমন্ত্রী হলে কি তিনি আটকাতে পারবেন? বাংলার মানুষ লোকসভা-বিধানসভায় ভোট দিয়ে বুঝিয়েই দিয়েছে যে বিজেপি বাংলার ভবিষ্যৎ। এখন সময়ের অপেক্ষা। অমিত শাহ বলেছেন. ২০২৪ সালে বিজেপি বাংলার ৩৫টা আসন পেলে তখন বিজেপির সরকার তৈরি হয়েছে যাবে। অবশ্যই এই সম্ভাবনা রয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *