Nadia News : দুঃসাহসিক চুরি শান্তিপুরের রাধাকৃষ্ণ মন্দিরে, খোয়া গেল লক্ষাধিক টাকার গয়না – once again theft incident in a radhakrishna temple in santipur


West Bengal News : আবারও দুঃসাহসিক চুরি। শান্তিপুরের মন্দিরগুলিতে চুরি যেন থামার নামই নেই। সোমবার গভীর রাতে রাধা কৃষ্ণের মন্দিরের গ্রিলের তালা ভেঙে ১ লাখ টাকারও বেশি মূল্যের সোনা ও রুপোর গয়না চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর বেলঘড়িয়া ২ নম্বর অঞ্চলের বিহারিয়া পাড়ায়।

ওই এলাকার বাসিন্দা বিপ্লব প্রামানিকের দাবি, “গতকাল সোমবার রাতে আমরা খাওয়া দাওয়া সেরে সকলে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে মন্দিরে গিয়ে দেখি গ্রিলের তালা ভাঙা। এরপর মন্দিরের মূল দরজার তালাও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ভিতরে ঢুকে দেখি রাধা কৃষ্ণের গায়ের থেকে সমস্ত গয়না চুরি করে নিয়েছে দুষ্কৃতীরা। পাশাপাশি মন্দিরে রয়েছে একটি শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গর গা থেকেও সোনা ও রুপোর গয়না চুরি হয়ে যায়।”

Nadia News : বাড়ি পৌঁছে গেল ব্যাগ-জিনিসপত্র, ফিরলেন না ভিনরাজ্যে কাজে যাওয়া বৃদ্ধ! কেঁদে আকুল স্ত্রী
স্বভাবতই মন্দিরের একাধিক দেবতার মূর্তির গা থেকে অলঙ্কার চুরির ঘটনায় হতবাক হয়ে পড়েছে পুরো পরিবার। চুরির খবর পাওয়া মাত্রই খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। চুরির ঘটনার তদন্তের জন্য ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে চুরির ঘটনার কিছু চিত্র উঠে আসে একটি CCTV ক্যামেরায়।

বাড়ির মালিক বিপ্লব প্রামানিক বলেন, “পাঁচিল টপকে দুষ্কৃতীরা বাড়ির ভিতরে ঢোকে। যার প্রমাণ পাওয়া গিয়েছে পাঁচিলের বেশ কিছু নমুনা দেখে।” তবে এইভাবে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকার মানুষ রয়েছেন যথেষ্টই আতঙ্কে। তাদের দাবি, প্রশাসন যদি একটু কড়া নজরদারি চালায় তাহলে এই ধরনের চুরির ঘটনা অনেকটাই রোখা সম্ভব হবে।

Uttar 24 Pargana: গোবরডাঙায় পুকুর থেকে মিলল ‘রহস্যময়’ শ্বেত শিবলিঙ্গ, পুজো করতে গিয়েও রাখা গেল না মন্দিরে
না হলে আগামি দিনে আরও বাড়বে চুরির ঘটনা।যদিও শান্তিপুরে এই প্রথম মন্দিরে কোনও চুরি হল, এমনটা নয়। এই বছরের জানুয়ারি মাসেই শান্তিপুরে একটি কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ চুরি করা হয় বলে মন্দিরের তরফে জানানো হয়।

তবে প্রতিমার গায়ের গয়না অন্যত্র রাখার জন্য বড়সড় ক্ষতির মুখ থেকে বাঁচা যায়। এলাকার প্রাচীন জাগ্রত রূপাকালী মাতার প্রণামী বাক্স ভেঙে খোয়া যায় বেশ কিছু নগদ অর্থ। এছাড়াও, গত ডিসেম্বর মাসেই শান্তিপুরের বাগআঁচড়া বাগদেবী মায়ের মন্দিরে চুরির ঘটনা ঘটে।

Nadia News : বিদ্যুতের তার জড়ানো অবস্থায় উদ্ধার নিথর দেহ, যুবকের রহস্যমৃত্যু শান্তিপুরে
প্রণামী বাক্সে ভক্তদের দান করা অর্থ চুরি করে দুষ্কৃতীরা। প্রায় প্রতি মাসেই কোনও না কোনও মন্দিরে এরকম চুরির ঘটনায় রীতিমতো ক্ষোভ জমছে মানুষের মনে। পুলিশ প্রশাসনের কাছে এলাকার মন্দিরগুলির পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *