Seuli Saha On Mukul Roy :‘কোনও যোগাযোগ ছিল না’, মুকুল সংস্রব এড়ালেন একদা ঘনিষ্ঠ শিউলি – seuli saha says she did not know anything about mukul roy health condition


“নিখোঁজ আগে থেকেই ছিলেন। দলের কোনও বিষয়েই তাঁকে দেখা যেত না।” মুকুল রায়ের দিল্লি-যাত্রা এবং ছেলে শুভ্রাংশু রায়ের অভিযোগ প্রসঙ্গে এমনই কটাক্ষের সুর শোনা গিয়েছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কণ্ঠে। কিন্তু, রাজনৈতিক মহলে গুঞ্জন যেন থামছেই না।মুকুল রায়কি BJP-তে যোগ দেবেন? রায়সাহেবের রাজনৈতিক সিদ্ধান্তের আভাস নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি।

একদিকে যখন মুকুল রায়কে নিয়ে একাধিক গুঞ্জন ছড়াচ্ছে, সেই সময় এই বিষয়টি নিয়ে ঠিক কী বক্তব্য একদা সতীর্থ শিউলি সাহার? এই বিষয়ে তাঁকে এই সময় ডিজিটাল-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার এই বিষয়ে কিছু জানা নেই। মুকুলবাবুর সঙ্গে আমার দীর্ঘদিন কোনও যোগাযোগ নেই। তিনি অসুস্থ এবং দিল্লি গিয়েছেন, এই পুরো বিষয়টি সংবাদ মাধ্যম মারফত জেনেছি। তাই এই বিষয়ে আমার কিছু বলার নেই।”

Mukul Roy Kunal Ghosh : ‘গদ্দার থেকে গদাধর’, মুকুলের প্রত্যাবর্তনের জল্পনার মধ্যে কটাক্ষ BJP-র, কী প্রতিক্রিয়া তৃণমূলের?
অর্থাৎ মুকুল রায়ের বর্তমান শারীরিক অবস্থার প্রসঙ্গে তাঁর জানা নেই, স্পষ্ট মন্তব্য করেছেন শিউলি। উল্লেখ্য, মুকুল প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।মুকুল-পুত্র শুভ্রাংশুসাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদনাম করার জন্য তাঁর বাবাকে নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে।

এর পালটা কুণাল বলেন, “সব বিষয়ে অভিষেককে জড়িয়ে দেওয়া ঠিক নয়। অভিষেকের বিরুদ্ধে চক্রান্ত আগে থেকে চলছে। এতদিন মুকুল ও শুভ্রাংশু সাংবাদিক বৈঠক করে অভিষেকের বিরুদ্ধে চক্রান্ত নিয়ে কিছু বলেননি কেন?”

Mukul Roy News: আজই BJP-তে কামব্যাক মুকুলের? ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছেলের
এখানেই শেষ নয়, এই প্রবীণ রাজনীতিবিদকে কটাক্ষ করে কুণাল বলেন, “মুকুল রায়তো আগে থেকেই নিখোঁজ ছিলেন। দলের কোনও বিষয়ে তাঁকে দেখা যেত না। তিনি মায়াবী শিল্পীদের মধ্যে এক তারকা। কখন কী করবেন এই বিষয়ের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।” মুকুল রায়ের শারীরিক অবস্থা প্রসঙ্গে কুণাল বলেন, “মুকুল রায় কবে সুস্থ কবে অসুস্থ বলতে পারব না। এই বিষয়ে দলের কোনও বক্তব্য নেই।” তাঁর সংযোজন, “মুকুল রায়ের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ রয়েছে।”

Mukul Roy Missing : মুকুল অন্তর্ধানের রহস্য জানতে তৎপর পুলিশ! BJP নেতাকে জিজ্ঞাসাবাদ
সবমিলিয়ে মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।দিল্লি বিমানবন্দরেতাঁকে প্রশ্ন করা হলে মুকুল বলেন, “আমি কাজে এসেছি।” যদিও তাঁর ছেলে বলেন, “বাবা যা বলছেন তা সুস্থ মস্তিষ্কে বলছেন না।” শুভ্রাংশুর সংযোজন, “আমার কাছে BJP-র কোনও প্রস্তাব আসেনি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *