Singur Becharam Manna: ‘২৪ এর পর চা বইবে শুভেন্দু…’, দুর্নীতিগ্রস্থ আখ্যার পালটা জবাব বেচারামের – becharam manna replied after suvendu adhikari attack him from singur


সিঙ্গুরের সভা থেকে জমি আন্দোলনের প্রসঙ্গ তুলে ঝাঁঝালো আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সিঙ্গুরের জমি আন্দোলনের সময় তিনি ছিলেন তৃণমূলে। এদিন মঞ্চে দাঁড়িয়ে সেদিনের একাধিক ঘটনার প্রসঙ্গ তুলে শাসক দলকে আক্রমণ শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিন বিরোধী দলনেতার নিশানায় ছিলেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও তাঁর স্ত্রী। তাদের দুর্নীতিগ্রস্থ বলায় পালটা বেচারাম মান্নার আক্রমণ, ‘নেশাভাঙ করছেন শুভেন্দু।’মঙ্গলবার সিঙ্গুরের বড়া হাওয়াখানা এলাকায় বিজেপির জনসভা থেকে শুভেন্দু অভিযোগ করেন,”সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না মুখে ন্যানো কারখানের বিরোধিতা করেছিলেন আর ওদকে টাটা কারখানায় চুন সুরকি সাপ্লাই করেছে।” বলেও অভিযোগ তোলেন নন্দীগ্রামের বিধায়ক। বেচারাম মান্নার স্ত্রীকেও নিশানা করে তিনি বলেন, ”স্বামী-স্ত্রী মিলে সিঙ্গুর হরিপালে লুট করছে।” বলেও দাবি বিরোধী দলনেতার।
এরই জবাবে বিধায়ক সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না বলেন, ”শুভেন্দু অধিকারীযখন তৃণমূলে ছিলেন সুস্থ ছিলেন। বিজেপিতে গিয়ে মনে হয় অসুস্থ হয়ে পড়েছেন আর মাঝে মধ্যে নেশা ভাঙ করছেন।”

Mamata Banerjee Suvendu Adhikari: জাতীয় তকমা ফিরে পেতে শাহকে চারবার ফোন মমতার! বিস্ফোরক দাবি শুভেন্দুর

শুভেন্দুর অভিযোগের পালটা তীব্র আক্রমণ বেচারামের। বলেন, ”শুভেন্দু অধিকারী নিজে বড় দুর্নীতিগ্রস্ত। নারদা সারদা থেকে বাঁচার জন্য তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে শুভেন্দু অধিকারী আজকের শুভেন্দু অধিকারী হতেন না। আন্দোলন করতে গিয়ে আমি ৪২দিন জেল খেটেছি, মার খেয়েছি কিন্তু উনি কখনও জেল খাটেনননি, মারও খানননি। সিঙ্গুরের মানুষ কোনওদিন দেখেননি আমি চুন বালি সুরকির কারবার করেছি। সিঙ্গুরে মানুষ জানেন আমি জুট মিলে কাজ করতাম এবং চাষ করতাম আর আমার স্ত্রী ডাঃ করবী মান্না হোমিওপ্যাথি ডাক্তারি করতেন।”

Suvendu Adhikari: ‘তিহাড় যাওয়ার লাইন পড়েছে…’, তৃণমূল নেত্রী সহ শাসক দলকে কটাক্ষ শুভেন্দুর

সিঙ্গুর বিধায়কের দাবি, ”সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষকে টেক্কা দেবার জন্যে গরম গরম কথা বলছেন শুভেন্দু। কেন্দ্রের এজেন্সি দিয়ে যে ভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন তাতে ওঁর ২০২৪ সালের পর বিজেপি অফিসে চা বইতে হবে।”

সিঙ্গুর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তির্যক মন্তব্য করেন বিরোধী দলনেতা। বলেন, ”রাজ্য থেকে উনিই তাড়িয়েছেন শিল্প।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *