Sukanta Majumdar : সুকান্ত মজুমদারকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান, কেশপুর যাওয়ার পথে কনভয় আটকে বিক্ষোভ স্থানীয়দের – joy bangla slogan around sukanta majumdar convoy


Paschim Medinipur News : হাইকোর্টের নির্দেশের পর মঙ্গলবার কেশপুরে বিজেপির সভার উদ্দেশে রওনা হন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সভাস্থলে যাওয়ার পথে আঙ্গুয়ায় তাঁর কনভয় আটকে যায়। তাঁর কনভয়কে ঘিরে স্থানীয় কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। পরে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় কনভয় ছাড়া হয়।

Amit Shah : মুখ কে? শুভেন্দুকে বাহবা দিয়ে কী বোঝালেন শাহ
দীর্ঘ টালবাহানার পর মঙ্গলবার কেশপুরের সভার অনুমতি মেলে বিজেপির। মঙ্গলবার বেলায় সভায় যোগদানের জন্য রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। এদিন কেশপুর যাওয়ার পথে মাঝরাস্তায় তাঁর কনভয় থামিয়ে দিয়ে হয়। কেশপুরের কাছে আঙ্গুয়ায় তাঁর কনভয় ঘিরে ধরে স্থানীয় কয়েকজন বিক্ষোভ দেখাতে থাকেন। কনভয় থামাতে হয়।

Amit Shah Pratima Bhowmik: কেন্দ্রীয় মন্ত্রীকে চিনতে পারলেন না রাজ্য পুলিশের আধিকারিকরা, শাহের কাছে যেতে বাধা প্রতিমাকে
জানা গিয়েছে, ওই বিক্ষোভ থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছিল। স্থানীয় কিছু তৃণমূলের কর্মীরাই কনভয় ঘিরে ধরে বলে অভিযোগ। মিনিট খানেক দাঁড়িয়ে থাকে বিজেপির রাজ্য সভাপতির কনভয়। এরপর নিরাপত্তারক্ষীদের তৎপরতায় সরে যান বিক্ষোভকারীরা। ফের সভার উদ্দেশে রওনা দেয় গাড়ি।

Cooch Behar News : পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি! কোচবিহারে কর্মিসভার আয়োজন ISF-এর
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে ‘জয় বাংলা’ স্লোগানের মুখোমুখি হতে হয়। উত্তর ২৪ পরগনার চাকলাধামে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। সেখানেই তাঁর গাড়ি ঘিরে ওঠে ‘জয় বাংলা’, ‘গো ব্যাক’ স্লোগান।

Amit Shah : শাহর পালটা সিউড়িতে জনসভা করবে তৃণমূল
যদিও কেশপুরের এই সভা নিয়ে বিজেপি দাবি করে, পুলিশের তরফে সভার অনুমতি দেওয়া হয়নি। অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। পরে মঙ্গলবার সকালে হাইকোর্ট বিজেপির সভার অনুমতি দেয়। স্থানীয় গ্রমাসভা কেন অনুমতি দিয়েও তা বাতিল করে সে ব্যাপারেও জানতে চায় হাইকোর্ট।

Sukanta Majumdar : ‘… কিছুদিনের মধ্যে তিহাড় কংগ্রেস হয়ে যাবে’, অনুব্রত’র গড়ে তোপ সুকান্তর
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বিশ্বনাথপুর বাজার এলাকায় সভার আয়োজন করেছিল বিজেপি। এই সভা থেকে ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া সুশীল ধাড়ার পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়ার কথা রয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। পাশাপাশি, পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ করার জন্যেও সভার আয়োজন বলে বিজেপি সূত্রে খবর।

Sukanta Majumdar : দণ্ডি কেটে ঘর ওয়াপসি: রাষ্ট্রপতিকে চিঠি সুকান্তর
প্রসঙ্গত, এর আগে চলতি মাসের শুরুতেই পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোণার ঝাঁকরায় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি মেলেনি বলে দাবি করে বিজেপি। শেষ মুহূর্তে এই সভার অনুমতি দেয়নি চন্দ্রকোণা থানার পুলিশ বলে দাবি করা হয়। এই সভার কারণেই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। পরে শর্ত সাপেক্ষে সভার অনুমতি দেয় রাজ্যের সর্বোচ্চ আদালত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *