Sun Stroke Death : চাঁদিফাটা রোদে সাইকেলে বাড়ি ফেরার পথে সান স্ট্রোকে প্রাণ গেল কান্দির বৃদ্ধের – a 60 years old man allegedly died for sun stroke in murshidabad


Heat Wave : সান স্ট্রোকের কারণে মুর্শিদাবাদ জেলার কান্দিতে মৃত্যু হল একজনের। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম হাবিব রহমান(৬০)। সাইকেল করে বাড়ি ফেরার পথে রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। রাস্তাতেই প্রচণ্ড দাবদাহে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।

Malda News : তীব্র দাবদাহে মাঠে কাজ করতে গিয়ে অসুস্থ! মালদায় মৃত্যু ১ সিভিক ভলান্টিয়ারের
রাজ্যজুড়ে চলছে দাবদাহ। কান্দিতে সোমবার তাপমাত্রা পৌঁছেছিল ৪৩ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে। আজও তাপমাত্রা ৪২ ডিগ্রির আশপাশে। আর এই তাপমাত্রায় সান স্ট্রোক হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে, সাইকেলে করে কান্দি থেকে বাড়ি ফিরছিলেন হাবিব রহমান।

Purba Medinipur Weather : জেলাশাসকের কার্যালয়ে বৈঠক চলাকালীন গরমে আচমকাই অসুস্থ BDO, ভর্তি করা হল হাসপাতালে
বাড়ি ফেরার পথে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে রাস্তার পাশেই পড়েছিল বছর ষাটের। ঘটনাটি লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা। বাড়ির লোকের খোঁজ না মেলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ রাস্তার পাশে থেকে উদ্ধার করে বৃদ্ধর দেহ। কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

Hooghly News : তীব্র দাবদাহে মাঠে প্রৌঢ়ের মৃত্যু, সান স্ট্রোক কি না খতিয়ে দেখছে জেলা স্বাস্থ্য দফতর
মৃত্যুর ধরন দেখে চিকিৎসকের প্রাথমিক অনুমান, সান স্টোকে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সোমবার বিকেলে কান্দি সালার রাজ্য সড়কের পাশে কান্দি থানার কালিবাড়ি বাইপাস মোড়ের হনুমান মন্দিরের কাছে থেকে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়। পাশে পড়েছিল বৃদ্ধর সাইকেল।

Diarrhea : গরমের মাঝেই পাণ্ডুয়ায় ডায়ারিয়ার প্রকোপে মৃত ১, গ্রাম পরিদর্শনে মেডিক্যাল টিম
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধের বাড়ি কালিবাড়ি বাইপাসের বাগানপাড়া। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, সোমবার সকালে প্রতিদিনের মতো ওই বৃদ্ধ নিজের সাইকেল নিয়ে বাড়িতে মুড়ি খেয়ে বেরিয়েছিলেন কান্দি শহরের উদ্দেশ্যে। সেখানে পুরাতন বন্ধুদের সঙ্গে দুপুর পর্যন্ত আড্ডা দেবার পর বারোটা নাগাদ সাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ওই ব্যক্তি।

Traffic Police : তীব্র গরমেই চলছে ডিউটি, ট্রাফিক পুলিশদের হাতে তুলে দেওয়া হচ্ছে গ্লুকোজ-জলের বোতল
কিন্তু বিকেল পর্যন্ত বাড়ি না ফেরায় বাড়ির লোকেরা খোঁজ খবর শুরু করে। রাস্তার পাশে প্রথমে সাইকেল পড়ে থাকতে দেখলে সন্দেহ হয়। মৃতের পরিবারের এক সদস্য বলেন, “কালকে বাড়ি থেকে বের হয়েছিল, সেই সময় প্রচণ্ড গরম ছিল। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে আমাদের খবর দেয়। গরমের জন্য মারা গিয়েছেন কিনা বলতে পারছি না। তবে মনে হচ্ছে, তীব্র দাবদাহ চলার কারণেই রাস্তায় অসুস্থ হয়ে পড়েন।” দেহের ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। কান্দি হাসপাতালের সুপার রাজেশনাথ সাহার বক্তব্য, ‘আমাদের প্রাথমিক ধারণা ওই ব্যক্তি সান স্ট্রোকের কারণেই মারা গিয়েছেন, তবে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত বলা সম্ভব নয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *