TMC BJP Conflict : বিশ্বজিৎ দাসকে ‘লাথখোর’ বলে তীব্র আক্রমণ স্বপনের, ফের বেগালাম বিজেপি বিধায়ক – bjp mla swapan majumdar once again attack tmc mla biswajit das from gopalnagar


West Bengal News : ফের একবার বেলাগাম হয়ে পড়লেন বনগাঁ দক্ষিণের BJP বিধায়ক স্বপন মজুমদার। গতকাল সোমবার এক দলীয় পথসভা থেকে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসকে তিনি ‘লাথখোর’ বলে তীব্র আক্রমণ করলেন। সোমবার উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার বেলতা বাজারে পথসভার আয়োজন করেছিল BJP। পথসভা মঞ্চে কয়েকজন তৃণমূল কংগ্রেস সমর্থক BJP-তে যোগদান করে বলে দাবি করা হয় BJP-র পক্ষ থেকে।

Dakshin Dinajpur : পালটা যোগদান কর্মসূচি শাসকদলের! BJP- কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান শতাধিকের
পথসভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বনগাঁ দক্ষিণের BJP বিধায়ক স্বপন মজুমদার দাবি করেন, “আমি আমার এলাকার উন্নয়নের জন্য বিধায়ক তহবিল থেকে টাকা দিয়েছি। কিন্তু সেই টাকা খরচ করতে দিচ্ছেন না বাগদার বিধায়ক তথা বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস।” এর পরেই তিনি বিশ্বজিৎ দাসকে ‘গিদর’, ‘লাথখোর’ বলে আক্রমণ করেন।

পরবর্তীতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিধায়কের টাকা খরচ করতে দিচ্ছেন না। আমার নামও স্বপন মজুমদার। আপনি যে কাজ করেছেন, গোরু পাচারে আপনাকে জেলে যেতে হবে। আমরা সেই ব্যবস্থাই করছি।” পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বপন মজুমদার বলেন, “বিশ্বজিৎ গোরু পাচারের টাকা খেয়েছেন। বিষয়টি আমি দলের কাছে জানিয়েছি। দল যেখানে জানানোর তা জানাচ্ছে।”

Sukanta Majumdar : ‘… কিছুদিনের মধ্যে তিহাড় কংগ্রেস হয়ে যাবে’, অনুব্রত’র গড়ে তোপ সুকান্তর
একই সঙ্গে স্বপন মজুমদার দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, “এবারের পঞ্চায়েত নির্বাচনে বুথের আগে ক্যাম্প করা হবে। ওখানে রান্নার জন্য বড় বড় চ্যালা কাঠ রাখবেন। যদি তৃণমূলের কোনও হার্মাদ বাহিনী আপনার ভোট লুঠ করতে আসে একটাকেও আস্ত ফেরত পাঠাবেন না। আপনাদের কোনও অসুবিধা হলে BJP আপনাদের পাশে দাঁড়াবে। এই হার্মাদদের ভয় পাওয়ার কোনও কারণ নেই।”

এদিকে, তৃণমূল থেকে BJP-তে যোগ দেওয়া প্রসঙ্গে বনগাঁ জেলাতৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ দাবি করেন, কোনও তৃণমূল কংগ্রেস কর্মী BJP-তে যোগ দেননি। তিনি বলেন, “এরকম কোনও ঘটনাই ঘটেনি। আসলে এলাকায় BJP-র কোনও জনভিত্তি নেই। তাই এসব ভুলভাল প্রচার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে।”

Uttar 24 Parganas : ‘বিধায়ক তহবিলের টাকায় চাই ডিজিটাল ক্লাসরুম’, দাবি তুলে পথ অবরোধ করে বিক্ষোভে অভিভাবকরা
অন্যদিকে বিশ্বজিৎ দাস প্রসঙ্গে স্বপন মজুমদারের বক্তব্য নিয়ে তিনি বলেন, “BJP বিধায়কের বিরুদ্ধে মাদক পাচার করবার কেস রয়েছে, এই বিষয়ে উনি কি বলবেন”? পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “যারা চ্যালা কাঠ নিয়ে মারবেন ভাবছেন সাধারণ মানুষ তাদেরকে প্রতিহত করবেন।” যদিও এই বিষয়ে বিশ্বজিৎ দাসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *