Traffic Update Today : চড়া রোদে স্টিয়ারিংয়ে হাত দিতে নারাজ বাস-অটো-ট্যাক্সি চালকরা, দুর্ভোগে নিত্যযাত্রীরা – auto bus taxi number decreases in kolkata know the traffic update today


একে গরমে রক্ষে নেই তার উপর দোসর যানজট। প্রাণ ওষ্ঠাগত শহরবাসীর। মঙ্গলবার সকাল থেকেই শহরের একাধিক রাস্তায় গাড়ির গতি স্লথ। জ্বালাপোড়া গরমের মধ্যে ট্রাফিক সিগন্যালে দীর্ঘক্ষণ আটকে থেকে কার্যত গলদঘর্ম অবস্থা হচ্ছে সকলেরই। তার মধ্যেই নতুন সমস্যা, রাস্তাঘাটে বাস-অটো-ট্যাক্সির সংখ্যা কমে যাওয়া। গন্তব্যস্থলে পৌঁছতে নাভিশ্বাস উঠছে কলকাতাবাসীর।

Kolkata Traffic Update : চড়া রোদে ট্রাফিকে ফেঁসে নাজেহাল শহরবাসী, যানজট এড়াতে কোন কোন রাস্তা ধরবেন?
লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার শহরে তেমন কোনও বড় মিছিল-মিটিং বা রাজনৈতিক কিংবা ধর্মীয় জনসমাবেশ নেই। যদিও ট্রাফিকের চাপ রয়েছে শহরের একাধিক এলাকায়। দ্বিতীয় হুগলি সেতুতে এদিন সকাল থেকেই যান চলাচলের গতি স্লথ। চাপ রয়েছে ই এম বাইপাস, মা ফ্লাইওভার, এজেসি বোস রোড ফ্লাইওভারেও। গাড়ি ধীরে চলছে শিয়ালদা ফ্লাইওভার, মৌলালি ক্রসিং, এসএন ব্যানার্জি রোডে। যদিও লালবাজারের দাবি, স্কুল-কলেজ বন্ধ থাকায় রাস্তায় যান চলাচল অন্যদিনের তুলনায় অনেকটাই স্বাভাবিক।

Traffic Update Today : মঙ্গলে দিনভর মিছিল-মিটিং, যানজটে না ফাঁসতে কোন কোন রাস্তা ধরবেন?
এদিকে, তীব্র গরমে বাস-অটো কিংবা ট্যাক্সি নিয়ে রাস্তায় বেরোতে নারাজ অধিকাংশ চালকরা। দুপুরের পর থেকে শহরের বহু রুটেই অটো অমিল। অনেকে ট্যাক্সি রাস্তায় বের করলেও যাত্রীরা হাঁক পাড়তেই নাকচ করে দিচ্ছেন। তাপপ্রবাহের মধ্যে কিছুক্ষণ ছায়ায় জিরিয়ে নেওয়াই শ্রেয় বলে মনে করছেন চালকরা।

একই পরিস্থিতি বাস চালকদের ক্ষেত্রেও। অনেকেই ছুটি নিয়ে বাড়িতে। ফলে গরমের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে বাস-অটো-ট্যাক্সি না মেলার সংকট। রাস্তায় বেরিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। অনলাই অ্যাপ ক্যাব চালকরাও দূরের বুকিং নিতে চাইছেন না। চড়া রোদে অ্যাপ বাইক চালাতে ইচ্ছুক নন অধিকাংশই। সন্ধ্যার পর থেকে যদিও পরিস্থিতিতে কিছুটা বদল আসছে। স্কুল বন্ধ থাকলেও খোলা রয়েছে সমস্ত অফিস-কাছারি, আদালত। অফিসযাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত।

Traffic Update Today : চাঁদিফাটা রোদে পোহাতে হবে যানজট? জেনে নিন শহরের ট্রাফিক আপডেট
প্রতিদিন বেহালা থেকে সল্টলেক সেক্টর ফাইভে যান আইটি কর্মী নাগার্জুন বিশ্বাস। তাঁর কথায়, “ইদানিং বাসের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। গরম পড়েছে বলে হয়ত বাস বের করতে চাইছেন না বাসমালিকরা। সমস্যায় পড়ছি আমরা। দু’দিন ধরে ৩০ মিনিট করে দাঁড়ানোর পর বাস মিলছে। অফিস যেতে স্বাভাবিকভাবেই দেরি হয়ে যাচ্ছে।”

Kolkata Taxi Bus : উধাও বাস-ট্যাক্সি, ভোগান্তি যাত্রীদের
৪৭ বি রুটের বাসে অফিস থেকে বাড়ি ফেরেন হরিদেবপুরের বাসিন্দা শ্যামলী প্রামাণিক। তাঁর কথায়, “বাসের সংখ্যা অনেক কমে গিয়েছে। এই গরমে ঘেমে নেয়ে একসা হচ্ছি। তার মধ্যেই বাদুড়ঝোলা হয়ে বাসে করে অফিস থেকে ফিরতে হচ্ছে। স্কুল-কলেজের মতো আমাদের তো আর ছুটি নেই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *