স্ত্রী শ্যানিয়েরাকে নিয়ে এবার রুপোলি পর্দায় নামছেন ‘সুলতান অফ সুইং’ । Pakistan Ex Captain Wasim Akram speaks about his film Money Back Guarantee


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি সুইং বোলিংয়ের ‘সুলতান’। সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি ফাস্ট বোলার। ২০০৩ সালে খেলা ছাড়ার পর কোচ কিংবা ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। নিজের নামের পাশে এই বিশেষণগুলো দেখতে দেখতে খুব সম্ভবত কিছুটা একঘেয়ে লেগে গিয়েছিল ওয়াসিম আক্রমের (Wasim Akram)। আর তাই নতুনভাবে পরিচিত হতে চাইছেন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই তারকার অভিষেক হচ্ছে চলচ্চিত্র দুনিয়ায়। খুব দ্রুত মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘মানি ব্যাক গ্যারান্টি’ (Money Back Guarantee)। 

পাকিস্তানি (Pakistan) সিনেমার জগতে নাকি ঝড় তুলতে চলেছে এই সিনেমা। ‘ডার্ক কমেডি’ ধরনের এই সিনেমায় পাক দলের প্রাক্তন অধিনায়কের সঙ্গে অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর অস্ট্রেলীয় স্ত্রী শ্যানিয়েরা আক্রমের (Shaniera Akram)। ‘মানি ব্যাক গ্যারান্টি’ সিনেমায় ফাওয়াদ খানের (Fawad Khan) মতো দক্ষ অভিনেতা থাকলেও, মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছেন আক্রম ও তাঁর স্ত্রী শ্যানিয়েরা। ২১ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। 

গত ফেব্রুয়ারি মাসে সিনেমার ট্রেলার ও পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই সবাই অধীর অপেক্ষায় আছেন। পাকিস্তানের বিনোদনজগতে বড় ধরনের আলোড়নই তুলেছে পাক দলের প্রাক্তন অধিনায়ক। শোনা যাচ্ছে একটি ব্যাংকের আর্থিক কেলেঙ্কারি নিয়ে সিনেমাটি বানানো হয়েছে।

আরও পড়ুন: Neymar And Bruna Biancardi: ১৩ বছর পর ফের সন্তানের বাবা হচ্ছেন নেইমার

আরও পড়ুন: Muttiah Muralitharan Biopic, ‘800’: সামনে এল মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের পোস্টার, স্পিন লেজেন্ডের চরিত্রে কে?

সিনেমার ট্রেলারে ওয়াসিম আক্রমের অভিনয় দেখে অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন। এমনিতেই তাঁকে দারুণ সহজাত অভিনেতা হিসেবে ধরা হয়। এর আগে বিভিন্ন ধারাভাষ্যকার ও টিভি বিজ্ঞাপনে তিনি সহজাত অভিনয় করেছেন। তাঁর অভিনীত বিজ্ঞাপনচিত্রগুলো পাকিস্তানে আগে বেশ জনপ্রিয় হয়েছিল। ফয়সাল কুরেশিই এর আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট তারকাকে নিয়ে কয়েকটি বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন।

১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন ‘সুলতান অফ সুইং’। ১৮ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যান অফ দ্য সিরিজ। ক্রিকেট কেরিয়ারে ছিলেন ব্যাটারদের মূর্তিমান আতঙ্ক। বিশ্বখ্যাত অনেক ব্যাটার তাঁদের ক্রিকেট-জীবনে খেলা সবচেয়ে ‘কঠিন’ বোলার হিসেবে আক্রমের নাম বলেছেন। ১০৪ টেস্টে তাঁর উইকেটের সংখ্যা ৪১৪। ৩৫৬টি ওয়ানডে খেলে উইকেট পেয়েছেন ৫০২টি। এহেন কিংবদন্তিকে এবার রুপোলি পর্দায় দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *