Birbhum News : নামাজের সময় সাইকেল-বাইক পাহারায় হিন্দু যুবক, সম্প্রীতির অনন্য নজির রামপুরহাটে – rampurhat youth showing communal harmony in front of boro masjid


West Bengal News : রাজ্য তথা দেশজুড়ে ইদানিং প্রায়ই সাম্প্রদায়িক হানাহানির ঘটনা লক্ষ্য করা যায়। এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের তীব্র সংঘর্ষে ক্ষতি হয় সাধারণ মানুষের। সাধারণ মানুষের মুখেই শোনা যায়, আজকের এই হানাহানির যুগে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃশ্য দেখতে পাওয়া খুবই কঠিন। যদিও একথা ভুল প্রমান করতে ব্যস্ত রয়েছেন বীরভূম জেলার রামপুরহাটের যুবক অমিত কুমার প্রসাদ।

আস্তে আস্তে হারিয়ে যাওয়া সাম্প্রদায়িক সম্প্রীতিকে অটুট ডোরে বেঁধে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৯ বছর ধরে রামপুরহাটের অমিত কুমার প্রসাদ। প্রসঙ্গত উল্লেখ্য, ৯ বছর আগে রামপুরহাট বড় মসজিদে রমজান মাসে তারাবীর নামাজ পড়তে আসা অমিত কুমার প্রসাদের বন্ধুদের সাইকেল ও বাইক চুরি হয়ে যায়। অনেক খুজেও পাওয়া যায়নি সেগুলি।

Birbhum News : ধর্মের আগে মানবিকতা, রোজা ভেঙে রক্তদান করে থ্যালাসেমিয়া রোগীর প্রাণ বাঁচালেন নূর
তখন থেকে এখনও পর্যন্ত এই অমিত কুমার প্রসাদ বড় মসজিদের তারাবীর নামাজ পড়তে আসা প্রত‍্যেকটি মানুষের সাইকেল ও বাইক আগলে রাখেন। এই রকম সাম্প্রদায়িক সম্প্রীতি নজির খুব কম যায়গাতেই দেখতে পাওয়া যায়। অমিত কুমার প্রসাদ স্থানীয় SDO অফিসে পিওনের চাকরি করেন। আবার রামপুরহাটের একজন বিশিষ্ট সমাজসেবিও তিনি।

রামপুরহাট শহরের দুঃস্থদের বিনা মূল্যে ওষুধ বিতরণও করেন। সময় সময় তাদের ডাক্তার দেখিয়ে শারীরিক চিকিৎসারও ব‍্যবস্থা করেন তিনি। ঘড়ির কাঁটা রাত ৮ টার ঘরে আসতেই অমিত কুমার প্রসাদ হাজির হয়ে যান রামপুরহাট বড় মসজিদের সামনে।

Birbhum Bomb Blast : তৃণমূলের পার্টি অফিসে বোমা বিস্ফোরণ! চাঞ্চল্য বীরভূমে
এর জন্য তিনি কোনও পারিশ্রমিক নেন না। বরং সময় সময় তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই বিষয়ে অমিত বলেন, “আমি দীর্ঘ ৯ বছর ধরে এখানে বাইক ও সাইকেলগুলিকে আগলে রাখি। এটা আমি আমার কর্তব্য বলে মনে করি। যাতে নামাজ পড়তে আসা কোনও মানুষের বাইক বা সাইকেত কোনও চোর চুরি না করতে পারে। ৯ বছর আগে যা হয়েছিল, সেটা আজও আমি ও আমার বন্ধুরা ভুলতে পারিনি। তাই আমার এই প্রয়াস। এর জন্য আমি কোনও টাকা পয়সা নিইনা।”

Nadia News : দুঃসাহসিক চুরি শান্তিপুরের রাধাকৃষ্ণ মন্দিরে, খোয়া গেল লক্ষাধিক টাকার গয়না
তিনি আরও বলেন, “যতদিন আমি বেঁচে থাকব, এই কাজ করে যাব।” এই বিষয়ে নামাজ পড়তে আসা স্থানীয় এক ব্যক্তি জানান, “অমিতবাবুকে আজ থেকে না। বহু বছর ধরে দেখছি। আজকাল এরকম মানুষ পাওয়া যায় না। শুধু এই কাজই নয়। যে কোনও দরকারে একবার ডাক দিলেই ওনাকে পাওয়া যায়। সর্বদা ওনার ভালো হোক।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *