Heatwave Cooking: আগুন ঝরাচ্ছে সূর্য, দক্ষিণবঙ্গে রোদের তাপেই ওমলেট থেকে চা-পপকর্ন রান্না! ভাইরাল সোশাল মিডিয়ায় – omlet to pop corn cooking in sunlight heat at suri indranil chatterjee made a video


জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা। দুঃসহ গরমে নাভিশ্বাস বঙ্গবাসীর। কিন্তু এই মারাত্মক সূর্য তাপকেই কাজে লাগালেন সিউড়ির এক বাসিন্দা। সৌরতাপে ডিম হয়ে যাচ্ছে ওমলেট, ভুট্টা থেকে পপকর্ন। রোদের তাপে রান্না করে সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ভাইরাল হল ভিডিয়ো । এমনই ঘটনা বীরভূমের সিউড়িতে।জেলার তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছুঁই ছুঁই । সাধারণ মানুষ শীতলতা খুঁজলেও তা এখন এক কথায় দুরস্ত। তাই এরই মধ্যে এবার সূর্যের উত্তাপকে কাজে লাগিয়ে আজ তো ডিমের ওমলেট বানিয়ে ফেললেন সিউড়ির ইন্দ্রনীল চট্টোপাধ্যায় । সিউড়ি সুভাষপল্লীর বাসিন্দা ইন্দ্রনীল পেশায় গৃহ শিক্ষক । এছাড়াও পড়ানোর পাশাপাশি অবসর সময়ে বিভিন্ন মজার ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন ।

Bankura Weather : ৪২ ডিগ্রিতে উনুন ছাড়াই ডিম ভাজা হচ্ছে বাঁকুড়ায়! ভিডিয়ো ভাইরাল

ফেসবুকে নিজের আদরের মেয়ের নামে রয়েছে তার ফেসবুক পেজও। সেই ফেসবুক পেজেই গত ৯ এপ্রিল একটি ভিডিয়ো আপলোড করেন তিনি। যে ভিডিয়োতে দেখা যায় শুধুমাত্র একটি ফ্রাইং প্যান ও খুন্তি দিয়েই সূর্যের তীব্র উত্তাপে বানিয়ে ফেলছেন আস্ত ডিমের অমলেট । আর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল । গ্যাসের দাম লাগামছাড়া, তাই এই তীব্র গরম কিছু তো লাগুক ভেবে হাজার হাজার লোক সেই ভিডিয়ো শেয়ার করেন।

শুধু রাজ্যের নয়, ভিন রাজ্যের মানুষ ও শেয়ার করেছেন সেই ভিডিয়ো। ওমলেটের ভিডিয়ো ভাইরাল হতেই পরের ক্লাস ছিল পপকর্ন রান্না ও চা বানানো। এর পর তিনি ঠিক একই পদ্ধতিতে বিনা আগুনে শুধু সূর্যের উত্তাপকে কাজে লাগিয়ে বানিয়েছেন পপকর্ন ও চা । সেই ভিডিয়োর ভিউও দুর্দান্ত।

Birbhum News : তীব্র দাবদাহে হাজার হাজার মুরগির মৃত্যু, চিন্তায় মাথায় হাত ফার্ম মালিকদের

ভিডিয়ো প্রসঙ্গে ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বলেন, “বাইরে এখন প্রায় ৪৩ ডিগ্রি তাপমাত্রা। ছাদে ট্যাঙ্কে থাকা জল দিয়ে যখন হাত ধুতে যাচ্ছি তখন হাত প্রায় পুড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মাথায় আসে এই ভিডিয়ো তৈরীর পরিকল্পনা। এছাড়াও বর্তমানে জেলার তাপপ্রবাহ নিয়ে প্রায়শই নানান মিম দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক তখনই আমিও এই ভিডিয়োটি করার পরিকল্পনা নিই। তবে সত্যিই যে এটা ডিম থেকে অমলেট হয়ে যাবে তা ভাবিনি ।প্রায় চার ঘন্টা সময় লেগেছিল এই ওমলেটটা করতে । তবে ডিম থে এক্সপেরিমেন্ট সাফল্য পাওয়ার পর আমি একই পদ্ধতিতে পপকর্ন ও চা বানাই। সেটাও দুর্দান্ত হিট।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *