Howrah Fire Incident : ৯ দিনের ব্যবধানে ফের আগুন হাওড়ায়, পুড়ে ছাই প্রায় ১৫০টি দোকান – more than 150 shops destroyed due to massive fire breaks out at uluberia


West Bengal News : ফের আগুনের গ্রাসে পড়ল হাওড়া জেলা। উলুবেড়িয়া বাজার, বাগনান ষ্টেশন সংলগ্ন বাজার, ১৬ নং জাতীয় সড়কের পাশে সাঁকরাইলের নাবঘরা বাজারের পর এবার উলুবেড়িয়ার চেঙ্গাইলের ল্যাডলো বাজার। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল প্রায় ১৫০ টি স্থায়ী অস্থায়ী দোকান। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে আচমকাই দক্ষিণ পূর্ব রেলের চেঙ্গাইল ষ্টেশন সংলগ্ন বাজারে আগুন লাগে।

দোকানগুলিতে দাহ্য পদার্থ মজুত থাকায় একের পর এক দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে আশেপাশের এলাকা থেকে মানুষজন বেরিয়ে আসেন।

Local Train News: রেললাইনের পাশে ভয়াবহ আগুন, ব্যাহত হাওড়া-আমতা শাখায় ট্রেন চলাচল
প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে আরও ৪ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। উলুবেড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরে প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দমকল দেরি করে আসায় আগুনে সব দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। স্থানীয় এক ব্যবসায়ী জানান, “প্রতিদিনের মতো মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় বাজারের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরেই আগুন লাগে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা।”

Howrah Fire Incident : ৪ দিনের ব্যবধানে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, হাওড়ায় পুড়ে ছাই বন্ধ প্লাস্টিকের কারখানা
এদিকে ঈদের আগে এই আগুনে ব্যবসায়ীদের মাথায় হাত পড়ে গিয়েছে। কি কারণে আগুন লাগল তা দমকল খতিয়ে দেখছে। স্থানীয় আর এক ব্যবসায়ী দমকলের ওপর ক্ষোভ ঝেড়ে দিয়ে বলেন, “দমকলকে অনেক আগে খবর দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা আসেন অনেক দেরিতে। ততক্ষনে যা হওয়ার হয়ে গিয়েছে, সব শেষ হয়ে গিয়েছে। সব কিছুই চোখের সামনে শেষ হয়ে গেল, কিন্তু কিছুই করতে পারলাম না। আর যেহেতু দোকানগুলিতে দাহ্য পদার্থ ছিল, তাই তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়েছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগেই ১৬ নম্বর জাতীয় সড়ক লাগোয়া সাঁকরাইল থানা এলাকার নবঘড়া বাজারে হঠাৎই আগুন দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে গোটা বাজারে ছড়িয়ে পড়ে আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক অস্থায়ী দোকান।

Bhangar Incident: ভাঙড়ের মাঠে পোড়ানো হচ্ছিল কোন নথি? অর্ধদগ্ধ কাগজ-ছাই থেকেই রহস্য ফাঁস সিবিআইয়ের
জাতীয় সড়কের পাশে হাওয়া বইতে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় প্রায় ৮০টি দোকান। তারপর গতকাল গভীর রাতের এই আগুন। একের পর এক অগ্নিকাণ্ডে প্রশ্ন উঠতে শুরু করেছে এবার। এগুলি নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে বড় রহস্য রয়েছে, এর প্রকৃত তদন্ত চাইছেন ব্যবসায়ীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *