Kolkata Metro : মেট্রোয় ৬০টি কুলিং টাওয়ার – kolkata metro best bus and train of passenger comfort in this summer


এই সময়:ঝলসানো গরমে তাপমাত্রা কোনও দিন ৪০ ডিগ্রি, হলে পরদিন ৩৯ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সেটাই ২৭-২৮-এ নেমে যাচ্ছে কয়েক ডজন সিঁড়ি ভাঙলেই। বাস-ট্রামকে যাত্রীস্বাচ্ছন্দ্যের নিরিখে এখানেই টেক্কা দিচ্ছে কলকাতা মেট্রো। নর্থ-সাউথ এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর সব ক’টি রেক শীতাতপ নিয়ন্ত্রিত তো বটেই, সঙ্গে প্রতিটি স্টেশনও তেমন। সব মিলিয়ে যাত্রীরা যেন এক মুহূর্তে মরু থেকে মেরুতে।

West Bengal Weather Update : চরম গরমে নাভিশ্বাস, স্বস্তির বৃষ্টি কবে?
কলকাতা মেট্রোরেলের জনসংযোগ বিভাগ জানাচ্ছে, নর্থ-সাউথ লাইনে ২৬টি এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আটটি স্টেশনে মোট ৬০টি এসি প্লান্ট ক্রমাগত কাজ করছে। এর মধ্যে নর্থ-সাউথ স্টেশনে ৩১টি এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ২৯টি কুলিং টাওয়ার ব্যবহার করা হচ্ছে।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলছেন, “নর্থ-সাউথ মেট্রোয় ভূগর্ভস্থ স্টেশনগুলোর তাপমাত্রা ২৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হচ্ছে। কোনও ভাবে স্টেশনের তাপমাত্রা ৩০ ডিগ্রিতে উঠে গেলেই স্ট্যান্ড বাই কুলিং টাওয়ারগুলো তাপমাত্রা ফের নামিয়ে আনতে সক্রিয় হচ্ছে।”

Heatwave In West Bengal : অসহনীয় গরমে পুড়ছে বাংলা, কতদিন চলবে তাপপ্রবাহ?
সংস্থা জানাচ্ছে, প্ল্যাটফর্মের এসি সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে। মেট্রোরেলের সুড়ঙ্গের তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে ধরে রাখা হচ্ছে। সুড়ঙ্গে ৭৫ শতাংশ আর্দ্রতা বজায় থাকছে। কোনও কোনও স্টেশনে যাত্রীদের সুবিধায় পাখার গতিও বাড়িয়ে দেওয়া হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *