Mamata Banerjee : ‘মুখ্যমন্ত্রীকে হেফাজতে নিয়ে জেরা করলেই সব বেরিয়ে আসবে…’, বিস্ফোরক বিকাশ ভট্টাচার্য – cpim leader bikash ranjan bhattacharya attacks mamata banerjee on recruitment scam issue


North 24 Parganas : সব কিছুর জন্য দায়ী মুখ্যমন্ত্রী। তাঁকে হেফাজতে নিয়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করুক। সব বেরিয়ে যাবে – নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য আইনজীবী ও সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। নিয়োগ সংক্রান্ত দুর্নীতির সবটাই পরিকল্পনা করে হয়েছে, সেই পরিকল্পনার মূল কাণ্ডারী মুখ্যমন্ত্রী বলেই দাবি করলেন তিনি। উল্লেখ্য, এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় আন্দোলনকারীদের আইনজীবী হিসাবে লড়ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

Suvendu Adhikari Mamata Banerjee: ‘সব ফাঁস করব…’, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর, পালটা চিঠি তৃণমূলের
রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক তৃণমূল নেতা, বিধায়ক, মন্ত্রী গ্রেফতার হয়েছেন। সিবিআই এবং ইডির নজরে আরও একাধিক নেতা, মন্ত্রী রয়েছেন বলে জানা গিয়েছে। দুদিন আগেই তৃণমূল বিধায়ক বড়ঞা তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এর আগে পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হয়ে বর্তমানে জেল হেফাজতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে পুরো দুর্নীতির মূল চক্রী হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

Abhishek Banerjee : সুপ্রিম কোর্টের রক্ষাকবচ সত্ত্বেও অভিষেককে CBI নোটিস, মঙ্গলে হাজিরার নির্দেশ
বুধবার একটি মামলার কারণে বারাসত মহকুমা আদালতে হাজির ছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা বিকাশ এদিন বলেন, “এই গোটা দুর্নীতিটা পরিকল্পনা করে হয়েছে। সেই পরিকল্পনা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সচিবালয় থেকে। পার্থ কি ? পার্থ ছিল দু’নম্বর। আমরা যত সওয়াল করেছি, আবারও বলছি সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী।” এরপরেই আইনজীবীর বিস্ফোরক দাবি, ” তাঁকে হেফাজতে নিয়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করুক, সব বেরিয়ে যাবে।”

Abhishek Banerjee : এখনই অভিষেককে জিজ্ঞাসাবাদ নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
বিকাশ এদিন আরও বলেন, তৃণমূল নেতাদের সিবিআই ডাকলে কোটি, কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে চলে যান। এ প্রশ্নের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গ টেনে আনেন তিনি। বিকাশ বলেন, ” দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে ডেকে পাঠিয়েছিল সিবিআই, কেজরিওয়াল তো সুপ্রিম কোর্ট যায়নি, সরাসরি সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছে। আসলে আমি যদি সৎ হই, আমি তদন্তে ভয় পাব না। আমি অসৎ তাই তদন্তে ভয় পাই।”

Bibhas Adhikari : তল্লাশিতে মিলেছে গুরুত্বপূর্ণ নথি? বিভাসকে এবার ডেকে পাঠাল CBI
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠির প্রসঙ্গে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারে সিবিআই বলে জানায় হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি গাঙ্গুলির এই বিবেচনাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান তৃণমূল সাংসদ। সেই রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, “এরা জানে, তদন্ত হলেই সব বিপদে পড়ে যাবে। তদন্ত ঠেকাবার জন্য ওঁরা মরিয়া হয়ে সুপ্রিম কোর্ট যাচ্ছে। সুপ্রিম কোর্ট আজকে হয়তো একটা স্থগিতাদেশ দিয়েছে। তবে পরে আমরা যখন যাব, শুনানি হবে, এই নির্দেশ প্রত্যাহার হয়ে যাবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *