Mukul Roy Interview : ‘সম্পূর্ণ সুস্থ, তৃণমূলের বিরুদ্ধেই তো লড়াই’, BJP-তে যোগদান চূড়ান্ত করলেন মুকুল! – mukul roy says he want to work for bjp in an interview


মুকুল রায়‘মিসিং’! এই নিয়েই মঙ্গলে উত্তপ্ত ছিল বঙ্গ রাজনীতি। দুই বছর পর এই দুঁদে রাজনীতিবিদ পা রেখেছেন দিল্লিতে। তারপর থেকেই জল্পনা শুরু। ফের কি তিনি গেরুয়া শিবিরে যোগদান করবেন? অন্যদিকে, পুত্র শুভ্রাংশু রায়ের দাবি ছিল, তাঁর বাবাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে বাড়ি থেকে।

এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবার একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিলেন মুকুল রায়। জানালেন তিনি সম্পূর্ণ সুস্থ। বাড়ির সম্মতিতে যে তিনি দিল্লিতে আসেননি, তাও উল্লেখ করেন। মুকুলের কথায়, “আমি রাজনীতির কাজে এসেছে।”

Mukul Roy Kunal Ghosh : ‘গদ্দার থেকে গদাধর’, মুকুলের প্রত্যাবর্তনের জল্পনার মধ্যে কটাক্ষ BJP-র, কী প্রতিক্রিয়া তৃণমূলের?
পাশাপাশি আগামীদিনে যে তিনি BJP-তে যোগদান করতে চলেছেন তাও একপ্রকার স্পষ্ট করে দেনমুকুল রায়। তিনি বলেন, “আমি তৃণমূলে ছিলাম। কিন্তু, আজ তৃণমূলে নেই। তৃণমূলে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়া যায় না। এখন যা অবস্থা তাতে আমাকে BJP কাজ দিলে আমি পূর্ণভাবে তা করব। আমি স্বেচ্ছায় এসেছি। বাড়িতে জানিয়ে আসিনি বলে ছেলের ভুল ধারনা হয়েছে।”

Mukul Roy News: আজই BJP-তে কামব্যাক মুকুলের? ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছেলের
তাঁর শারীরিক অবস্থা নিয়েও একাধিক জল্পনা তৈরি হয়। মুকুল রায় বলেন, “আমি সুস্থ হয়েছি পুরোপুরি। সিপিএমকে পশ্চিমবঙ্গ থেকে হঠানোর লড়াই। তৃণমূলের বিরুদ্ধেই মূল লড়াই। আমি স্বেচ্ছায় এসেছি। পূর্ণ সাবালক, ফলে কেউ এখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারবে না। আমার চিকিৎসা চলছে ঠিকই। কোভিড হয়েছিল।”

তিনি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে চান বলেও জানান মুকুল। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

Mukul Roy Missing : মুকুল অন্তর্ধানের রহস্য জানতে তৎপর পুলিশ! BJP নেতাকে জিজ্ঞাসাবাদ
এদিকে তাঁর ছেলে শুভ্রাংশু নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছে মঙ্গলবারই। তিনি জানিয়েছেন, তৃণমূলেই রয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য তাঁর অসুস্থ বাবাকে ব্যবহার করা হয়েছে। যদিও ছেলের সেই দাবি কার্যত উড়িয়ে দিয়েছেনমুকুল রায়। তিনি বলেন, “ওর ভবিষ্যৎ ও কী করবে নিজে বুঝবে। কাউকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে না।”

Seuli Saha On Mukul Roy :‘কোনও যোগাযোগ ছিল না’, মুকুল সংস্রব এড়ালেন একদা ঘনিষ্ঠ শিউলি
অন্যদিকে, BJP-র স্তুতিও শোনা যায়মুকুল রায়ের কণ্ঠে। তিনি বলেন, “লোকসভা নির্বাচনে বাংলায় ভালো ফলাফল করবে BJP।” তবে গেরুয়া শিবির কটি আসন পাবে তা বলা সম্ভব নয় বলেও স্পষ্ট মন্তব্য করেন তিনি। অর্থাৎ মুকুল রায় যে BJP-তে যোগ দিতে প্রস্তুত, তা অনেকটাই স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *