Mukul Roy says he Want Banish Cpim from West Bengal after Reaching Delhi


সোমবার সন্ধে বেলা হঠাৎ করেই দিল্লি রওনা দেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। তাঁর এই দিল্লি সফর নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে। ফের একবার মুকুলেরবিজেপিযোগদানের জল্পনা নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। সেই জল্পনা আরও উস্কের বিজেপির সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন মুকুল।বেশ কিছু দিন ধরেই মুকুল রায়ের অসুস্থতার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এমনকী দিল্লি যাত্রার পর মুকুলের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়। তাঁর বাবার শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক নেই বলেও জানিয়েছেন তিনি।

Mukul Roy Madan Mitra : ‘বিজেপি নতুন চিপ বের করেছে…’, মুকুলকে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
দিল্লিতে মঙ্গলবার একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলার সময়, মুকুলের (Mukul RoyBJP) বক্তব্য আরও একবার তাঁর শারীরিক সুস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলার সময় একাধিকবার ‘তৃণমূল’ ও ‘সিপিএম’-র মধ্যেকার ফারাক গুলিয়ে ফেলেন মুকুল।

কথোপকথনের এক ফাঁকে তাঁকে বলতে শোনা যায়, “আমি সম্পূর্ণভাবে সুস্থ এবং রাজনীতির কাজেই দিল্লিতে এসেছি। এতদিন রাজনীতিতে সক্রিয় ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে সিপিএমের (পড়ুন তৃণমূল) বিরুদ্ধে বলার মত সুস্থ, সবল একজন লোকের প্রয়োজন রয়েছে। তৃণমূলে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যায় না।”

Mukul Roy Interview : ‘সম্পূর্ণ সুস্থ, তৃণমূলের বিরুদ্ধেই তো লড়াই’, BJP-তে যোগদান চূড়ান্ত করলেন মুকুল!
তিনি বিজেপির হয়ে কাজ করতে চান বলেও জানিয়েছেন মুকুল। তাঁকে বলতে শোনা যায়, ‘বিজেপির হয়ে সিপিএমকে পশ্চিমবঙ্গ থেকে হঠানো’ তাঁর লক্ষ্য। আবার পরক্ষণেই তাঁকে বলে শোনা যায় “তৃণমূলের বিরুদ্ধে লড়াই, তাদেরকে হঠাতে হবে।”

শারীরিক অসুস্থতা না অন্য কোনও কারণে মুকুলের ‘অসংলগ্ন’ বক্তব্য তা এখনও স্পষ্ট নয়।অতীতেও বিজেপি থেকে তৃণমূলের ফিরে আসার পর বীরভূমে দাঁড়িয়ে মুকুলকে বলতে শোনা গিয়েছিল ‘যা তৃণমূল, তাই বিজেপি’। অনুব্রত মণ্ডল পাশ থেকে সংশোধন করে দেওয়ার পরও নিজের বক্তব্যে অনড় থাকেন মুকুল। সেখানে আগামী দিনে মুকল ফের একবার বিজেপিতে যোগ দেবেন কিনা, সেই বিষয়টি স্পষ্ট নয়।

Mukul Roy : ‘বিজেপিতে যোগ দিতে বহু তৃণমূল নেতা পা বাড়িয়ে আছেন…’, মুকুল ইস্যুতে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে মুকুলের ছেলে শুভ্রাংশু বাবার অসুস্থতার তত্ত্ব নিয়েই জোরালভাবে সওয়াল করেছেন। তিনি বলেন, “বাবার পারকিনসন্স, ডিমেনশিয়ার সমস্যা রয়েছে। হাই সুগার ও সিরোসিল অব লিভারেও তিনি আক্রান্ত। একজন অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্যই এই কাজ করা হচ্ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *