তাই বিচারপতি রাজাশেখর মান্থা এই ইস্যুতে পৃথক মামলায় এর আগের দেওয়া তদন্তে স্থগিতের নির্দেশ প্রত্যাহার করে শুনানি মুলতুবি করে দিয়েছেন। যতদিন না ডিভিশন বেঞ্চ মূল মামলায় নতুন করে শুনানি করে রায় দিচ্ছে, ততদিন এই মামলার শুনানি হবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি মান্থা ।
গত ২৫ ফেব্রুয়ারি কোচবিহারের বুড়িরহাটে হামলার মুখে পড়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়। গোটা ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করে বিজেপি। পালটা গেরুয়া শিবিরের বিরুদ্ধে এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ আনে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ ওই এলাকায় গিয়ে বিজেপি কর্মীরা প্ররোচনা দেওয়াতেই মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর এই হামলা কোনও গভীর ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দেয় আদালত।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় মোট তিনটি অভিযোগ দায়ের হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দু’টি অভিযোগের প্রসঙ্গ টেনে জনস্বার্থ মামলা দায়ের হয়। ডিভিশন বেঞ্চ দু’টি মামলারই তদন্তভার সিবিআইকে দেয়। তৃতীয় মামলাটিও সিবিআইকে দেওয়ার আবেদন নিয়ে বিচারপতি মান্থার এজলাসে মামলা করেন ২৩ জন বিজেপি সমর্থক।