Nisith Pramanik Convoy Attack: নিশীথের কনভয়ে হামলায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে তদন্ত করলেও পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতির – calcutta high court justice rajasekhar mantha says west bengal police can investigate nitish pramanik convoy case


কোচবিহার নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগে তদন্তে স্থগিতাদেশের নির্দেশ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি রাজাশেখর মান্থা জানান, এই মামলায় পুলিশ নিজের মত তদন্ত করতে পারবে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না তারা।কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ডিভিশন বেঞ্চের এই মামলায় দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে শীর্ষ আদালত। ১৩ এপ্রিল শুনানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলায় CBI তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণকে পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মর্মে দেশের সর্বোচ্চ আদালত ফের মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায়।

Nisith Pramanik Convoy Attack : ‘মিথ্যের জায়গা নেই…’, নিশীথ কনভয়ে হামলার সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত উদয়নের

তাই বিচারপতি রাজাশেখর মান্থা এই ইস্যুতে পৃথক মামলায় এর আগের দেওয়া তদন্তে স্থগিতের নির্দেশ প্রত্যাহার করে শুনানি মুলতুবি করে দিয়েছেন। যতদিন না ডিভিশন বেঞ্চ মূল মামলায় নতুন করে শুনানি করে রায় দিচ্ছে, ততদিন এই মামলার শুনানি হবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি মান্থা ।

Calcutta High Court : ‘আসল সমস্যা পুলিশে নিয়োগ না করা’, সিভিক ভলান্টিয়ার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের

গত ২৫ ফেব্রুয়ারি কোচবিহারের বুড়িরহাটে হামলার মুখে পড়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়। গোটা ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করে বিজেপি। পালটা গেরুয়া শিবিরের বিরুদ্ধে এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ আনে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ ওই এলাকায় গিয়ে বিজেপি কর্মীরা প্ররোচনা দেওয়াতেই মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর এই হামলা কোনও গভীর ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দেয় আদালত।

Moloy Ghatak : ২৬ এপ্রিল পর্যন্ত মলয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নয়: দিল্লি হাইকোর্ট

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় মোট তিনটি অভিযোগ দায়ের হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দু’টি অভিযোগের প্রসঙ্গ টেনে জনস্বার্থ মামলা দায়ের হয়। ডিভিশন বেঞ্চ দু’টি মামলারই তদন্তভার সিবিআইকে দেয়। তৃতীয় মামলাটিও সিবিআইকে দেওয়ার আবেদন নিয়ে বিচারপতি মান্থার এজলাসে মামলা করেন ২৩ জন বিজেপি সমর্থক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *