Udayan Guha : ‘দলীয় কর্মীদের বাড়িতে রাত কাটাবেন অভিষেক’, জেলায় আসার দিন ঘোষণা উদয়নের – tmc leader abhishek banerjee will coming cooch behar at 25 april


Cooch Behar News : এগিয়ে আসছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। একে এক করে ভোটকে কেন্দ্র করে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে সব দলই। তারমধ্যেই রাজ্যের শাসকদলতৃণমূল কংগ্রেসআলাদাভাবে গুরুত্ব দিচ্ছে উত্তরবঙ্গকে। কারণ বিগত লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রায় গোটা উত্তরবঙ্গে ফল খারাপ হয়েছে তৃণমূলের। তারমধ্যে উল্লেখযোগ্য জায়গা হল কোচবিহার।

আর সেই কারণেই এবার পঞ্চায়েত নির্বাচনে এই জেলাকেই পাখির চোখ ধরে এগোচ্ছে তৃণমূল। পঞ্চায়েত ভোটের দিনক্ষন ঘোষণা না হলেও দলীয় কর্মীদের উজ্জীবিত করতে কয়েক মাসের মাথায় ফের কোচবিহারে আসছেন তৃনমূল অঘোষিত দু’নম্বর নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee TMC: ‘এবির স্ট্র্যাটেজি: ফেয়ার ইলেকশন অ্যান্ড ক্লিন ইমেজ!’ টিকিট পাবেন? ফিসফাস নেতাদের
আগামি ২৫ এপ্রিল কোচবিহারে আসার কথা তাঁর। তার কর্মসূচি নিয়ে চুড়ান্ত কিছু ঠিক না হলেও জানা গিয়েছে এবারের কোচবিহার সফরে তিনি ২ থেকে ৩ দিন থাকবেন। একাধিক কর্মীসভা যেমন করবেন, পাশাপাশি গ্রামের সাধারন মানুষের বাড়িতে রাত কাটানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বুধবার এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, “এটা দলীয় কর্মীদের জন্য সুখবর। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে আসছেন। ২ থেকে ৩ দিন থাকবেন। দিনহাটা, মাথাভাঙায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। এতে কর্মীরা উজ্জীবিত হবে।”

Cooch Behar TMC : তৃণমূলের কমিটিতে গুরুত্ব পেলেন উদয়ন-রবীন্দ্রনাথ তনয়রা, ‘পরিবারতন্ত্র’ নিয়ে খোঁচা BJP-র
তিনি আরও বলেন, “সব থেকে বড় কথা জেলায় অভিষেক এসে কোনও সরকারি আবাসন বা কোনও অভিজাত হোটেলে থাকবেন না। উনি রাত কাটাবেন সাধারণ মানুষ বা দলীয় কর্মীদের বাড়িতে।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতা, তিনি এসে সাধারণ ভাবে দিন বা রাত কাটাচ্ছেন, এটা যে কোনও রাজনৈতিক দলের কাছে একটা অত্যন্ত বড় বিষয়। এই খবর পাওয়ার পর থেকেই কর্মীরা এই কর্মসূচি সফল করার জন্য উঠে পড়ে লেগেছেন।”

উল্লেখ্য, এর আগে গত জানুয়ারি মাসে কোচবিহারের মাথাভাঙায় এসেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। মাথাভাঙা কলেজ মাঠের সেই সভা থেকে BSF-এর গুলিতে নিহত গিতালদহের রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের পরিবারের পাশে দাড়ানোর আশ্বাস দিয়েছিলেন। তার নির্দেশেই তৃনমূলের নেতা কর্মীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়ি ঘেরাও করেছিলেন।

Abhishek Banerjee : ভোটে কেন্দ্রের বঞ্চনাই দলের ইস্যু: অভিষেক
সেই কর্মসূচির কয়েকমাসের মাথায় পঞ্চায়েত নির্বাচনের আগে ফের কোচবিহারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর এই আগমনকে পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে মিলিয়ে দেখতে রাজি নন উদয়ন। তিনি বলেন, “পঞ্চায়েত নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি। তাই এই সফরের সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *