অভিভাবকহীন আদিত্য-রানি, প্রয়াত যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া…


Pamela Chopra Passes Away, Aditya Chopra, Rani Mukerji, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত প্রখ্যাত পরিচালক যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মুম্বইয়ের একটি হাসপাতালে প্রায় দুই সপ্তাহ ধরে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চোপড়া পরিবারের ঘনিষ্ঠ বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার পামেলা চোপড়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাঁর দুই ছেলে পরিচালক প্রযোজক আদিত্য চোপড়া, অভিনেতা উদয় চোপড়া, পুত্রবধূ অভিনেত্রী রানি মুখোপাধ্যায় ও তাঁদের প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় এই শোকসংবাদ শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন- Aaradhya Bachchan: আরাধ্যার অসুস্থতা নিয়ে ভুয়ো খবর! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অমিতাভ বচ্চনের নাতনি…

জানা গিয়েছে, গত ১৫ দিন ধরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন পামেলা। পামেলা চোপড়াকে তাঁর সমসাময়িকরা প্যাম নামেই ডাকতেন। বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি। অবশেষে লড়াই শেষ হল তাঁর। তাঁর শেষকৃত্য নিয়ে একটি বিবৃতি জারি করেছে যশরাজ ফিল্মস। ক্যামেরা, মিডিয়া বরাবরই এড়িয়ে চলেন যশ চোপড়া ও পামেলা চোপড়ার বড় ছেলে আদিত্য চোপড়া। মায়ের শেষযাত্রাও নীরবেই সারলেন তিনি। আজ সকাল ১১টায় পামেলা চোপড়াকে দাহ করার পরেই সেই খবর সকলকে জানিয়েছে চোপড়া পরিবার।

সম্প্রতি নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য রোম্যান্টিকস’-এ দেখা গিয়েছিল পামেলা চোপড়াকে। বৃহস্পতিবার জাভেদ আখতার তাঁর মৃত্যুর খবর জানিয়ে টুইট করেন, ‘আজ পাম জি, শ্রী যশ চোপড়ার বেটার হাফ চলে গিয়েছে। তিনি এক মহান মহিলা ছিলেন। মেধাবী, শিক্ষিত, উষ্ণ ও রসিক। আমার মতো যাঁরা যশজির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, তাঁরা তাঁর চিত্রনাট্য ও সঙ্গীতে তাঁর অবদানের কথা জানেন। তিনি একজন ব্যতিক্রমী মানুষ ছিলেন’।

আরও পড়ুন- Swastika Mukherjee| Shibpur Controversy: ‘স্বস্তিকাকে যে অশ্লীল মেল করা হয়েছে, তার উত্তর দিক আগে’, বিস্ফোরক ‘শিবপুর’-এর পরিচালক…

অ্যাওয়ার্ড সেরেমনি থেকে পার্টি সর্বত্র যশ চোপড়ার পাশে দেখা যেত পামেলা চোপড়াকে। যশ চোপড়ার মৃত্যুর পর পামেলা চোপড়া তাঁর প্রয়াত স্বামীর সম্মানে বেশ কিছু পুরস্কার সংগ্রহ করেছেন। প্রসঙ্গত, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহ পর ২০১২ সালে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মারা যান যশ চোপড়া। সেই বছরই ২৭ সেপ্টেম্বর নিজের ৮০তম জন্মদিন পালন করেছিলেন বর্ষীয়ান পরিচালক।  হিন্দি সিনেমায় রোমান্সের চেহারা বদলে বলিউডে ব্র্যান্ড হয়ে উঠেছিলেন যশ চোপড়া। সেই তালিকায় রয়েছে ‘কভি কভি’,সিলসিলা থেকে শুরু করে  ‘চাঁদনি’ ও ‘দিল টু পাগল হ্যায়’। পাঁচ দশক বলিউডে রাজ করেছেন তিনি। তাঁর মৃত্যুর পর সেই লেগ্যাসি এগিয়ে নিয়ে গেছেন আদিত্য চোপড়া। আজও বলিউডে প্রযোজনা থেকে ডিস্ট্রিবিউশন, এক নম্বর স্থান দখল করে আছে যশ চোপড়ার তৈরি কোম্পানি যশরাজ ফিল্মস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *