Abhishek Banerjee : কোচবিহার থেকে অভিষেকের ‘সংযোগ যাত্রা’-র সূচনা, সভা ঘিরে প্রস্তুতি জোরকদমে – abhishek banerjee going to start jono sonjog yatra from cooch behar


Cooch Behar News : কোচবিহার থেকে ‘সংযোগ যাত্রা’ শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ এপ্রিল শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে সভা করবেন তিনি। তার আগে বৃহস্পতিবার সেই সভাস্থল ঘুরে দেখলেন জেলা পুলিশ আধিকারিকরা। খতিয়ে দেখা হল নিরাপত্তা ব্যবস্থা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং ঘিরে প্রবল উৎসাহ তৃণমূল কর্মী, সমর্থকদের মধ্যে।

Abhishek Banerjee : দুয়ারে অভিষেক! জেলায় জেলায় মানুষের অভাব-অভিযোগ শুনতে ‘সংযোগ যাত্রা’ তৃণমূল সাংসদের
তৃণমূল সূত্রে খবর, আগামী ২৪ এপ্রিল ৩ দিনের সফরে কোচবিহারে পৌঁছবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেলে কোচবিহারে পৌঁছে প্রথমে মদনমোহন মন্দিরে পুজো দেবেন। এরপর দিনহাটার বামনহাটে রাত্রিযাপন করবেন। এরপর ২৫ এপ্রিল সাহেবগঞ্জে সভা করার কথা রয়েছে তাঁর।

Panchayat Election : পঞ্চায়েতে প্রার্থী বাছাইতে তৃণমূলের ‘নব জোয়ার’, ২ মাস পথে অভিষেক
সেখান থেকে গীতালদহ এলাকায় বিএসএফের গুলিতে নিহত রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের বাড়িতে যাবেন। এরপর সিতাই বিধানসভা কেন্দ্রের গোসানিমারিতে সভা রয়েছে তাঁর। সেখান থেকে শীতলকুচিতে গিয়েও একটি সভা করার কথা রয়েছে। পরদিন নিশিগঞ্জ থেকে কোচবিহার হয়ে তুফানগঞ্জে যাওয়ার কথা রয়েছে।

Abhishek Banerjee: বিজেপি বিধায়কের স্ত্রীয়ের নামে আবাস যোজনার বাড়ি! অভিষেকের মন্তব্যে জবাব নেতার
কোচবিহারের বামনহাট, মাথাভাঙা এলাকায় খোলা মাঠে তাঁবুতে রাত্রিযাপন করার কথা। তার আগে এদিন বামনহাটের রাত্রিবাসের স্থান ও শীতলকুচির সভাস্থল ঘুরে দেখলেন পুলিশ আধিকারিকরা। এদিন শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে যান মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা, এসডিপিও সুরজিৎ মণ্ডল শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

Cooch Behar News : পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি! কোচবিহারে কর্মিসভার আয়োজন ISF-এর
এদিন তৃণমূলের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ বলেন, “আগামী ২৫ এপ্রিল সংযোগ যাত্রা ও শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জোরকদমে প্রস্তুতি চলছে।” গোটা জেলা থেকে কয়েক হাজার কর্মী, সমর্থকদের ভিড় হবে এই সভায় বলে জানায় তৃণমূল নেতৃত্ব।

Abhishek Banerjee News: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানিয়েও লাভ হয়নি, ওন্দার সভার মাঠেই অবস্থান বিক্ষোভে তরুণী
উল্লেখ্য, আগামী ২৫ এপ্রিল থেকে সংযোগ যাত্রা নামে নতুন এক কর্মসূচির সূচনা করছে রাজ্যের শাসকদল। কোচবিহার জেলা থেকে এই অভিযান কর্মসূচি শুরু হয়ে শেষ হবে দক্ষিণ ২৪ পরগনায়। রাজ্যের সমস্ত জেলায় আগামী দু’মাস ধরে অভিযান চালিয়ে যাবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ গড়ে তুলতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

Abhishek Banerjee : ভোটে কেন্দ্রের বঞ্চনাই দলের ইস্যু: অভিষেক
জেলা সফরে গিয়ে তৃণমূল সাংসদঅভিষেক বন্দ্যোপাধ্যায়কোনও সরকারি আবাসনে থাকবেন না বলেই খবর। নিজেদের দলের কর্মীদের সঙ্গে সংযোগ বাড়াতে তৃণমূল কর্মীদের সঙ্গেই রাত্রিবাস করবেন তিনি। কর্মীদের সঙ্গে করেই বিভিন্ন গ্রামীণ এলাকায় যাবেন অভিষেক। কথা বলবেন মানুষদের সঙ্গে। শুনবেন তাঁদের সুবিধা-অসুবিধার কথা। নতুন এই কর্মসূচি নিয়ে যথেষ্ট আশাবাদী তৃণমূল কংগ্রেস কর্মীরাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *