Abhishek Banerjee : দুয়ারে অভিষেক! জেলায় জেলায় মানুষের অভাব-অভিযোগ শুনতে ‘সংযোগ যাত্রা’ তৃণমূল সাংসদের – abhishek banerjee will visit every districts to hear the complaints of people ahead of panchayat election


লক্ষ্য জনসংযোগ, একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তুলে যেখানে বিরোধীরা সরব, সেখানে জনরোষ প্রশমনে এবার পথে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘সংযোগ যাত্রা’, যার মাধ্যমে আগামী দু’মাস গোটা বাংলা সফর করবেন তিনি, তৃণমূল সূত্রে এমনটাই খবর।

Abhishek Banerjee: বিজেপি বিধায়কের স্ত্রীয়ের নামে আবাস যোজনার বাড়ি! অভিষেকের মন্তব্যে জবাব নেতার
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আগামী ২৫ এপ্রিল থেকে এই কর্মসূচির সূচনা করা হচ্ছে। কোচবিহার থেকে এই অভিযান কর্মসূচি শুরু হয়ে শেষ হবে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। গ্রামে গ্রামে মানুষের সমস্যার কথা শুনবেন তিনি। প্রয়োজনে দ্রুত সমস্যা সমাধানের উপায়ও বাতলাবেন বলেও জানানো হয়েছে।

Abhishek Banerjee : অভিষেক কি এখন স্রেফ সাধারণ সম্পাদক, ‘সর্বভারতীয়’ নন?
বুধবার নবান্ন থেকে এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি প্রকল্পগুলির সুবিধা মানুষ পাচ্ছে কিনা, কোথায় সমস্যা রয়েছে, কোথায় গাফিলতি তা প্রত্যক্ষ করতে জানুয়ারি মাস থেকে দীর্ঘ প্রায় তিন মাস যাবৎ ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি গ্রহণ করেছিল তৃণমূল। দিদির দূত পৌঁছেছিলেন গ্রামে। দিদির দূতদের সামনে পেয়ে জনরোষ দেখা গিয়েছে অনেক জায়গাতেই। এবার কার্যত একই কর্মসূচিতে বঙ্গ অভিযান শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee : ভোটে কেন্দ্রের বঞ্চনাই দলের ইস্যু: অভিষেক
যদিও গোটা বিষয়টি সম্বন্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রার’ প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, “৪০ বছর বয়সে যুবরাজ জীবনে প্রথমবার গ্রামে যাবেন। অথচ উনি গ্রামেরই প্রতিনিধি। রাহুল গান্ধী ৫০ বছরে প্রথমবার গিয়েছেন আর যুবরাজ একটু আগে শুরু করছেন।”

Abhishek Banerjee : এখনই অভিষেককে জিজ্ঞাসাবাদ নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের এক একটি জেলায় কর্মসূচি পূরণ করে দক্ষিণবঙ্গের দিকে নেমে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলার কোনও সরকারি আবাসনে না থেকে তৃণমূল কর্মীদের সঙ্গে জেলায় জেলায় রাত্রিযাপন করবেন তিনি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মানুষের চিন্তা ভাবনা বুঝে নিতেই এই কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল।

Mamata Banerjee: ‘কেউ মনে রাখেনি…’, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে লড়া গুলিবিদ্ধ নির্মল এখন ভ্যানচালক
বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির ব্যাপারে বিস্তারিত জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৫ এপ্রিল থেকে এই কর্মসূচি শুরু হয়ে আগামী ২৫ জুন এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকেই।

আগামী জুলাই মাসে পঞ্চায়েত নির্বাচন হতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। তৃণমূল সাংসদঅভিষেক বন্দ্যোপাধ্যায়এর আগে নিজের এলাকায় ‘এক ডাকে অভিষেক’ এর মতো প্রকল্প চালু করেছিলেন জনসাধারণের অভিযোগ শুনতে। নতুন এই কর্মসূচি কতটা সফল হবে, তার প্রমাণ দেবে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বলেই ধারণা রাজনৈতিক মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *